আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২০ মাধ্যমিক পরীক্ষা। আগের বার অর্থাৎ ২০১৯ এর মতন যাতে প্রশ্ন পত্র ফাঁস যাতে না হয় তা নিয়া কড়া রাজ্য প্রশাসন। সেই মোতাবেক রাজ্যের কিছু জেলার ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে খবরে জানানো হয়েছে।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে কড়া নজরদারি। সঙ্গে আরও সতর্কতা অবলম্বন করে প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের ৪২ টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে খবরে জানানো হয়েছে। রাজ্যের যে সব জেলায় এই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে সেগুলো হল :- মালদহ,মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার কিছু কিছু ব্লকে ।
কেন এই পদক্ষেপ ???
আপনারা জানেন গত বছর ,অর্থাৎ ২০১৯ সালের মাধমিক পরীক্ষায় প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে যায় । এবার যাতে প্রশ্ন পত্র ফাঁস হতে না পারে তার জন্য পরীক্ষা চলাকালীন নেট বন্ধ রাখা হবে।মোবাইল নিয়ে কড়া পর্ষদ ৷ এর জন্য ১২ থেকে দুপুর ২ পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
পরীক্ষা নিয়ে কোনও রকম অসুবিধা হলে পর্ষদের দপ্তরের যোগাযোগ করতে নীচে নাম্বার দেওয়া হয়েছে ::–
আগামীকাল, ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। একনজরে দেখে নেওয়া যাক পরীক্ষার রুটিন: |
১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার | প্রথম ভাষা |
১৯ ফেব্রুয়ারি বুধবার | দ্বিতীয় ভাষা |
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার | ভূগোল |
২২ ফেব্রুয়ারি শনিবার | ইতিহাস |
SUNDAY | HOLIDAY |
২৪ ফেব্রুয়ারি সোমবার | অংক |
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার | ভৌত বিজ্ঞান |
২৬ ফেব্রুয়ারি বুধবার | জীবন বিজ্ঞান |
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয়। |
FOR WBSSC RECRUITMENT AND COURT CASE NEWS CLICK HERE
MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE
MORE PAY COMMISSION NEWS CLICK HERE
LATEST DA NEWS CLICK HERE
PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE