আজ একটা খুবই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে এই মুহূর্তে jio কে নিয়ে। jio যেই জন্য সবার মন জয় করেছিল,ফ্রি কল সার্ভিস দেওয়ায় জন্য সেটা এখন ফ্রি থাকছে না।হ্যাঁ ঠিক শুনেছেন । Reliance Jio আসার পর থেকে মানুষ ভুলেই গিয়েছিল আলাদা আলাদা ভাবে কল এবং ডাটা এর জন্য রিচার্জ করা।
প্রত্যেক ব্যাক্তি শুধুমাত্র ডাটা রিচার্জ করতো এবং তার সঙ্গে কল ফ্রি তে পেত। কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে যে,এবার থেকে jio থেকে other network এ কল করতে হলে কাস্টমার কে 6 পয়সা প্রতি মিনিটে দিতে হবে।
রিলায়েন্স জিও এখন এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ায় সমস্ত outgoing কলগুলির জন্য iuc চার্জ হিসাবে প্রতি মিনিটে 6 পয়সা নেবে। জিও বলেছেন, iuc চার্জ টি স্থায়ী ভাবে থাকবে কি না সেটা নিয়ে তাঁরা পরে পর্যালোচনা করবে।
jio চারটি iuc প্লান নিয়ে এসেছে।
1) Rs 10 প্লান এ পাবেন 124 minutes IUC minutes to non-Jio numbers এবং সঙ্গে 1GB data এক্সট্রা ডাটা ।
2) Rs 20 প্লান এ পাবেন 249 minutes of IUC minutes to non-Jio numbers এবং সঙ্গে 2 GB data এক্সট্রা ডাটা ।
3) Rs 50 প্লান এ পাবেন 656 minutes of IUC minutes to non-Jio numbers এবং সঙ্গে 5 GB data এক্সট্রা ডাটা ।
4) Rs 100 প্লান এ পাবেন 1,362 minutes of IUC minutes to non-Jio numbers এবং সঙ্গে 10 GB data এক্সট্রা ডাটা ।
IUC (আইইউসি ) কী?
IUC (আইইউসি) বা আন্তঃসংযোগ ইউজেজ চার্জ হ’ল টেলিকম অপারেটর যদি অন্য টেলিকম অপারেটরের কোনও গ্রাহকের কাছে আউটগোয়িং কল করে তবে অন্য টেলিকম অপারেটরের কাছে টেলিকম অপারেটরকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় TRAI এই IUC চার্জ স্থির করে এবং বর্তমানে সমস্ত অপারেটরকে প্রতি মিনিটে 6 পয়সা হিসাবে দিতে হয়।
***তবে বিভিন্ন এক্সপার্ট দের মত অনুসারে এই চার্জ বেশি দিন TRAI রাখবে না। ফলে TARI এই চার্জ তুলে নিল jio ও এই চার্জ তুলে নেবে।
কিভাবে এই রিচার্জ করবেন কবে থেকে করবেন সমস্ত আপডেট নিয়ে আপনাদেরকে জানানো হবে একটু পরে । তাই নিয়মিত ফল করুন এই ওয়েবসাইটটি ।
This is good information to us