ষষ্ঠ দিনে পড়ল রাজ্যের লকডাউন।বেড়েই চলেছে করোনার আক্রান্তের সংখ্যা।এখন বাড়ির বাইরে বেরোলে নিজের সঙ্গে পরিবারের সমস্যা বাড়বে। কিন্তু এই নির্দেশ কেউ মানছেন না।জরুরী কাজ না থাকা সত্ত্বেও অনেকেই গাড়ি, বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন।
ঐ মানসিকতা কে এবার পরিবর্তন করতে কলকাতা পুলিশ অনলাইন পাস আনল। লকডাউনের মাঝে কোনওভাবেই জরুরি পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য অনলাইন পাস আনল। কলকাতা পুলিশ ।
জরুরি কাজের সঙ্গে যুক্ত মানুষকে এই পাস নিতে হবে। অনলাইনেই করা যাবে আবেদন। পুলিশ তা খতিয়ে দেখার পর পরেই মিলবে ‘পাস’।কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আপৎকালীন পরিষেবা এবং অনলাইন ডেলিভারির জন্য এই ‘ই-পাস ’ ব্যবস্থা চালু করা হচ্ছে।জরুরি পরিষেবা বন্ধ করা চলবে না । এমন নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
পাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ —
# প্রশাসনের তরফে একটি পাস ইশু হলে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটি বৈধ । |
# পাস পেলে লকডাউনের মধ্যে যাতায়াতের কোনও অসুবিধা নেই |
# শুধুমাত্র এবার অনলাইনে মিলবে এই পাস |
# http://coronapass.kolkatapolice.org এই ওয়েবসাইটে পাসের জন্য আবেদন করা যাবে । আবেদনকারীর যদি বৈধভাবে আবেদন করেন তবে তার ইমেইলে চলে যাবে সেই পাস । |
# প্রথমে উপরের ওয়েবসাইটি খুলতে হবে এবং সবিস্তার তথ্য এবং ফোন নম্বর দিয়ে ফর্ম পূরণ করতে হবে। |
# সেই তথ্য খতিয়ে দেখে ই-মেলে অথবা এসএমএস পাঠানো হবে ই-পাশ। |
# তার প্রিন্ট নিয়ে গাড়ির স্ক্রিনে আটকাতে অথবা নিজের কাছে রাখতে হবে। |
#FIRST STEP OPEN http://coronapass.kolkatapolice.org
![coronapass kolkatapolice org](https://www.wbedu.in/wp-content/uploads/2020/03/corona-pass-kolkata-police.jpg)
#SECOND STEP TICK I AGREE BUTTON
![coronapass kolkatapolice](https://www.wbedu.in/wp-content/uploads/2020/03/corona-pass-kolkata-police-2.jpg)
#THIRD SELECT YOU WANT PASS AS A INDIVIDUAL OR AS AN ORGANIZATION
![coronapass kolkatapolice](https://www.wbedu.in/wp-content/uploads/2020/03/corona-pass-kolkata-police-4.jpg)
![coronapass kolkatapolice](https://www.wbedu.in/wp-content/uploads/2020/03/corona-pass-kolkata-police-3.jpg)
FILL ALL YOUR DETAILS NAME,PHONE NO,ORGANIZATION NAME ETC.AFTER THAT YOU WILL GET A CONFIRMATION MAIL OR SMS.
[ বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর , রাজ্যের তহবিলে অনুদান দিলেই মিলবে বিশেষ ছাড়,ক্লিক করুন এই নিউজটি পড়তে ]
এক্সক্লুসিভ ভিডিও দেখুন এখানে ক্লিক করে ,[ শিক্ষামন্ত্রীর আর্জি ] শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপকরাদের কাছে