জারি হয়েছে লকডাউনের নোটিশ এমন পরিস্থিতিতে কিভাবে শিক্ষকরা 2 kg করে চাল ও আলু বিতরন করবেন ভেবে উঠতে পারছেন না। গত লকডাউনের নোটিশ জারি হবার পর শিক্ষা মন্ত্রী সাফ জানিয়ে দেন যে,আজ দুপুর তিনটের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলের মিড ডে মিলের চাল ও আলু বিতরণের প্রক্রিয়া শেষ করতে হবে। স্কুলের মিড ডে মিল বিতরণের ক্ষেত্রে সরাসরি শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে নিতে হবে।
যেহেতু এখন করোনার জন্য স্কুল ছুটি রয়েছে স্কুল তাই গত শনিবার থেকেই পড়ুয়াদের মিড ডে মিলের জন্য দুই কেজি চাল ও আলু অভিভাববকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর।
শিক্ষামন্ত্রী কড়া বার্তা দিয়েছেন যে,চাল ও আলু বিতরণ করতে গিয়ে কোথাও যে বেশি জমায়েত না তৈরি করা হয়।একসঙ্গে যাতে না ভিড় হয় এবং পরিকল্পনা মাফিক যাতে মিড ডে মিল হিসাবে ঐ চাল ও আলু বিতরণ করা হয় তার জন্য দরকার পড়লে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
অপর দিকে এই নির্দিশিকাকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শিক্ষক তথা বিভিন্ন শিক্ষক সংগঠন। তাঁরা জানিয়েছেন যে,মুখ্যমন্ত্রী নিজেই জমায়েত বন্ধ রাখার কথা বলেছেন। অথচ শিক্ষকদের ডেকে নিয়ে এসে এই মিড ডে মিল দেওয়া এবং অভিবাবকদের জমায়েত করানো তো পক্ষান্তরে প্রশাসনের নির্দেশ অমান্য করার শামিল। এর বিকল্প কোনও পদ্ধতি প্রয়োগ করা উচিত বলে মনে করে শিক্ষক সংগঠনগুলি।
লকডাউন নিয়ে এবং মিড ডে মিল হিসাবে দুকেজি চাল ও আলু বিতরণ নিয়ে বিভিন্ন নোটিশ এবং খবর পড়তে এখানে ক্লিক করুন