SSC নিয়ে পিছুহটল রাজ্য সরকার, এখনই নয় আলোচনার মাধ্যমে হবে সমাধান !

0
16

চাকরিপ্রার্থীদের মধ্যে খুশির হওয়া বয়ছিলো যখন খবর বেরিয়ে আসছিল যে ssc কে আবার ফিরিয়ে আনা হচ্ছে।কিন্তু ঠিক মাঝপথে আটকে গেল ssc বিল। মনে করা হচ্ছিল এই বিল পাস হলে হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরীর ব্যবস্থা হবে। ফলে আবার চাকরিপ্রার্থীরা হতাশ ।

fb img 15670643602428222428183876600831

fb img 15670643638459059539573212089113

চাকরিপ্রার্থীদের মধ্যে খুশির হওয়া বয়ছিলো যখন খবর বেরিয়ে আসছিল যে SSC কে আবার ফিরিয়ে আনা হচ্ছে।কিন্তু ঠিক মাঝপথে আটকে গেল SSC বিল। মনে করা হচ্ছিল এই বিল পাস হলে হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরীর ব্যবস্থা হবে। ফলে আবার চাকরিপ্রার্থীরা হতাশ ।

আরও পড়ুন আদালতের রায় মেনেই তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ করা হবে ! তবে যোজ্য প্রার্থীদের কারা সেটা দেখতে হবে !

কেন এই বিল নিয়ে বিলম্ব ? জানা যাচ্ছে, একাধিক আইনি ত্রুটি রয়েছে এই দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।যার জেরে আটকে যায় এই বিল এবং ঠিক হয় স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিলের উপর ফের আগামী ৩ সেপ্টেম্বর আলোচনা হবে ।

আরও পড়ুন BED ট্রেনিং প্রাপ্তরা কি প্রাথমিকে বসতে পারবে ? এই নিয়ে কি কোনও কেস আছে ?

Inservice শিক্ষক-শিক্ষিকারা distance mood এ B. ED করুন।

বিরোধীদের আপত্তি এবং পরামর্শ বিবেচনা করে স্টাফ সিলেকশন কমিশন ফিরিয়ে আনা সংক্রান্ত বিলের উপর আলোচনা স্থগিত রাখল রাজ্য সরকার। যে মূল বিষয়টি নিয়ে বিরোধী দলের আপত্তি রয়েছে সেটি হল আর্থিক দায় ভার নিয়ে। স্টাফ সিলেকশন কমিশন ফিরিয়ে আনতে সরকারকে কোনও আর্থিক দায় বইতে হবে না এমনই উল্লেখ করাহয়েছে বিলে কিন্তু মান্নান সাহেবের দাবি, কমিশনের পরিকাঠামো জোগান দিতে সরকারের খরচ হবেই।

২০১১ সালে রাজ্যের নতুন সরকার ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তৈরি করে।

screenshot 20190829 07082431556460974954739

২০১৭ সালে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) বিল এনে তা গুটিয়ে ফেলা হয়।

screenshot 20190829 0709028229264798618370884

সেই বিল প্রত্যাহার বা বাতিল করতে বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) (রিপিলিং) বিল (২০১৯) বিধানসভায় পেশ করে সরকার। উদ্দেশ্য, স্টাফ সিলেকশন কমিশনের অস্তিত্ব ফিরিয়ে রাজ্য সরকারের বহু-সংখ্যক শূন্যপদে দ্রুত লোক নিয়োগ করা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here