একদিকে করোনা ভাইরাসের প্রকোপে কার্যত বন্ধ গোটা দেশ। অপরদিকে এমন অবস্থায় চিন্তিত সমস্ত কর্মচারীরা।গতকাল এক নোটিশ জারি করেছে রাজ্য সরকার সেখানে তাঁরা জানিয়েছে যে, মাসের শেষে নির্দিষ্ট দিনে সরকারি ,আধা সরকারি কর্মীদের মাইনে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দিতে রাজ্যের বেশির ভাগ ট্রেজারি খোলা রাখা হবে।
নবান্নের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে,জল, স্বাস্থ্য,পুলিশ,পিডব্লিউডি,বন বিভাগ,পিএইচই মত জরুরী পরিষেবা দেবে ট্রেজারি।এবার বিলের সমস্ত প্রক্রিয়াটি করা হবে অনলাইনে । বিলের কোনও কপি হাতে হাতে পাঠানো হবে না। ট্রেজারি থেকে নির্দিষ্ট মেসেজ জাবে ব্যাঙ্কে । এর ফলে নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক একাউণ্টে টাকা ঢুকে জাবে বলে জানা গিয়েছে।
ট্রেজারি নিয়ে নোটিশ ডাউনলোড করতে নীচে ক্লিক করুন
[su_button url=”http://www.wbfin.nic.in/writereaddata/1392-F(Y).pdf” target=”blank” style=”3d” size=”10″ wide=”yes” center=”yes”]CLICK HERE TO DOWNLOAD THIS NOTICE NO 2[/su_button]
[su_button url=”http://www.wbfin.nic.in/writereaddata/1399-F(Y).pdf” target=”blank” style=”3d” color=”#2e170d” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff”]CLICK HERE TO DOWNLOAD THIS NOTICE NO 1[/su_button]
অপরদিকে নবান্নের থেকে আরও একটি নোটিশ জারি করা হয়েছে জরুরী ভিত্তিতে ফাণ্ড গঠনকে নিয়ে। সেই নিয়ে সম্পূর্ণ আপডেট পেতে এবং সরকারকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এখানে ক্লিক করুন।
মূলত পরিকাঠামো তৈরি, বর্তমান পরিকাঠামোর সংস্কার ও সম্প্রসারণে এই অর্থ খরচ করা হবে। তা ছাড়া, করোনা মোকাবিলায় প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা, আক্রান্তদের পুনর্বাসন এবং এই রোগের ওষুধ-প্রতিষেধক তৈরির জন্য গবেষণার কাজে খরচ করা হবে ওই ত্রাণ তহবিলের অর্থ।