কে গড়বে দেশের সরকার ? কী বলছে জনমত সমীক্ষা?

0
19

20190519 192234

আজ সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হল  । এবার ধীরে ধীরে জনমত সমীক্ষার পালা৷  বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা প্রকাশিত হচ্ছে । কার দখলে থাকবে দিল্লি? চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট পেশ করল টাইম নাও এবং রিপাবলিক টিভি এবং এবিপি নিয়েলসন ।এক এক করে আমারা দেখে নিন Exit Poll সমীক্ষা ।

১) টাইম নাও সমীক্ষা বলেছে, এবার বিজেপি বা এনডিএ জোট পেতে পারে ৩০৬টি আসন৷ কংগ্রেস ১৩২টি ও অন্যান্য ১০৪টি৷

 

২) রিপাবলিক টিভি বলছে, বিজেপি বা এনডিএ জোট পেতে ২৯৫-৩১৫, কংগ্রেস বা ইউপিএ জোট ১২২-১২৫, অন্যান্য পেতে পারে ১০২-১২৫টি আসন৷

 

 

৩) এবিপি নিয়েলসন বলছে, এনডিএ ২৬৭, কংগ্রেস ১২৭, মহাজোট ১৪৮টি৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here