Madhyamik Exam Results,Wb Madhyamik Result 2020 Date

1
29

Wb Madhyamik Result 2020 Date.Madhyamik Exam Results.west bengal madhyamik result 2020 check online.Madhyamik Exam Results @wbresults.nic.in

Madhyamik Exam Results,Wb Madhyamik Result 2020 Date

অনেকদিন ধরেই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে আপডেট বেরিয়ে আসছে । কিন্তু আজকের আপডেট টা খুবই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে Madhyamik Exam Results বা Wb Madhyamik Result 2020 Date খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে যে,Madhyamik Exam Result 2020 প্রকাশিত করতে যা যা কাজ আছে সেটা একদম শেষের মূখে। রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেই মাধ্যমিক পরীক্ষা ২০২০ ফলপ্রকাশ করা হবে।

আপনাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার পর প্রকাশ হতে পারে ! মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে এই নিয়ে বিভিন্ন প্রশ্ন জাগছিল অভিভাবকদের মনে,সেই প্রশ্নের সাম্ভাব্য উত্তর মিলল বলে মনে করা হচ্ছে।

যে সমস্ত বিভিন্ন খবরাখবর বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে, “রেজাল্ট” প্রস্তুত করতে যে সমস্ত কাজের দরকার টা অনেকটাই সেরে ফেলছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে রাজ্যে সরকারের সবুজ সংকেত মিললেই সেই রেজাল্ট প্রকাশ করবে পর্ষদ। রেজাল্ট প্রকাশিত হলে তা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে http://wbbse.org/ দেওয়া হবে। মাধ্যমিক ২০২০ নিয়ে আরও আপডেট পেতে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন।

wbresults.nic.in 2020 Madhyamik result

এছাড়াও ,যখনই 2020 Madhyamik result প্রকাশিত হবে সেটা আপনারা অনলাইনে wbresults.nic.in ভিজিট করে অথবা এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। এই নিয়ে আরও নিউজ দেখতে এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন

কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে মাধ্যমিক ২০২০ রেজাল্ট প্রকাশ করা নিয়ে। দ্রুত ফল প্রকাশিত করার জন্য চেষ্টা করছে মধ্যশিক্ষা পর্ষদ। এই নিয়ে তাঁরা লকডাউনের সময়ে একটা নোটিশ জারি করেছে WBBSE(West Bengal Board of Secondary Education). সেই নোটিশ দেখতে এখানে ক্লিক করুন

Madhyamik Exam Results
Madhyamik Exam Results

কিন্তু এই ফলপ্রকাশের মাঝে পর্ষদ এবং শিক্ষা দপ্তরের চিন্তা বেশ কিছুটা বেড়েছে , কারণ সাধারণত মাধ্যমিকের ফল প্রকাশের দিনেই ছাত্র ছাত্রীরা স্কুল গুলি থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে। কিন্তু এই বারের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা । তাই কোনও অল্টারনেট উপায়ে এই কাজ টি সারা যায় কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here