পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে নির্বাচন শেষ হওয়ার পর ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করতে পারে পর্ষদ৷ জানা গিয়েছে, আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে এবং ২৩ শে মে রেজাল্ট ঠিক তার পর মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে৷ মনে করা হচ্ছে, মে মাসের শেষ ও জুনের শুরুতেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে৷
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানা গিয়েছে যে লোকসভা নির্বাচনের মিটলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে৷ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে জানা গিয়েছে যে জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে৷
যদিও এখন লোকসভা নির্বাচন চলছে তাই সঠিক ভাবে দিনক্ষণ বলা খুব মুস্কিল,তবে জুনে প্রকাশিত হতে পারে উভ্ময় পরীক্ষার মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ।
কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল: পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB<space> <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।
কিভাবে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল: সংসদের তিনটি অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in, wbresults.nic.in এবং wb.allresults.nic.in. এ ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল। প্রার্থীকে (WB12 Roll number) লিখে 58888 অথবা 5676750 নম্বরে পাঠাতে হবে ৷