Download new guidelines for #Lockdown2.0 from govt of India, ministry of home affairs
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ঘোষণা করেছিলেন যে,#Lockdown2.0 নিয়ে একাটা নতুন নির্দেশিকা জারি করা হবে আগামী ১৫ ই এপ্রিল। সেই মত এই মাত্র জারি করা হল নতুন নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।
বেশ কিছু বিষয়ে ছাড় মিলেছে এই নির্দেশিকায় বলে জানা গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হয়েছে। বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য। যাতে ফের তাঁরা কাজে যোগ দিতে পারে সেই দিকে এবার নজর দিয়েছে কেন্দ্র। কারন তাঁদের দৈনিক রোজকারের উপর নির্ভর করে তাঁরা নিজেদের পেট চালায়।
তাই গ্রামীণ এলাকায় কিছু বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি এই মারণ ভাইরাস করোনা সঙ্গে লড়াই চালাতে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ৷ নীচে PDF file টি দেওয়া হয়েছে ভালো করে পরে নিতে পারবেন কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ঐ উপরের নোটিশে জানানো হয়েছে,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গ্রামীণ এলাকায় মাল প্রসেসিং, ম্যানফ্যাকচারিং ইউনিট, শিল্প ক্ষেত্রকে ছাড় দিয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাম্য এলাকায় কনস্ট্রাকশন কাজ চালিয়ে যাওয়া যাবে ৷ শহরাঞ্চলে কনস্ট্রাকশন জারি রাখা যাবে তখনই যখন কর্মরত শ্রমিকরা অনসাইটেই যদি থাকেন ৷
উপরের ১৫ পাতার গাইডলাইন প্রকাশ করছে স্বরাষ্ট্রমন্ত্রক, সেখানে জরুরি ক্ষেত্রে বাইক ও গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ শিথিল হলেও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে গাড়ি ও বাইক চলাচল করলেও কোনও ভাবেই বাইকের পেছনে অন্য কাউকে বসিয়ে চলাচল করা যাবে না ৷ এমনকী, চার চাকা গাড়ির ক্ষেত্রের চালক ও শুধুমাত্র একজন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছে৷
৪ নাম্বার পাতায় ,৬ নাম্বার পয়েন্টে – কৃষিকার্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহনের কথা বলা হয়েছে । সামাজিক দূরত্ব মেনে আগামী ২০ এপ্রিলের পর থেকে কৃষি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ ২০ এপ্রিল পর ওষুধ উৎপাদনের ছাড় মিলবে ৷ ছাড় দেওয়া হয়েছে পশুপালন ও কৃষি ক্ষেত্রেরও ৷
একনজরে দেখে নিন কোন কোন সেক্টরে কাজ করবে |
# ইটভাটা খোলা যাবে ২০ এপ্রিলের পর |
# তেল শোধনাগারে কাজ শুরু ২০ এপ্রিলের পর |
# নির্মাণকার্যে ছাড় ২০ এপ্রিলের পর |
# সামাজিক দূরত্ব মেনে ১০০ দিনের কাজ |
# ২০ এপ্রিলের পর কৃষিতে ছাড় |
# ২০ এপ্রিলের পর ওষুধ উৎপাদনে ছাড় |
# ২০ এপ্রিলের পর গ্রামীণ এলাকায় শিল্পক্ষেত্রে ছাড় |
# জরুরি ক্ষেত্রে বাইক ও গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ শিথিল |
# সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংক সংশোধনের কাজ শুরু হবে ২০ এপ্রিল থেকে |
# আইটি ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও ৫০ শতাংশ কার্মী আনিয়ে কাজ করানোর কথা ঘোষণা করা হয়েছে |
### কিন্তু,করোনা হস্পট এলাকাগুলিতে কোনও ছাড় মিলবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ### |
নোটিশটি উপরে দেওয়া আছে সেখানে ভালো করে পরে নিতে পারবেন। সঙ্গে এটি ডাউনলোড করতে হলে নীচে কমেন্ট করবেন।
স্কুলের মিড ডে মিলের অর্থ বাড়ানো হল নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন
CLICK HERE FOR JULY INCREMENTS SALARY CALCULATORS AFTER PAY COMMISSION
CLICK HERE FOR PRIMARY TEACHERS RECRUITMENT AND COURT CASE
CLICK HERE FOR UPPER PRIMARY TEACHERS RECRUITMENT AND COURT CASE
I want Pdf file related to exemption of certain cases after 20th April issued by GOVT.OF INDIA in lockdown 2.0
POST E DEYA ACHE UPORER DIKE EKTU WAIT KORUN DEKHTE PABEN..POST ER MAJE