মিড ডে মিল নিয়ে কয়েকদিন ধরে যে ভাবে খবর প্রকাশিত হয়েছিল তাতে বেজায় সমস্যায় পড়েছিলেন শিক্ষক এবং কিছু আধিকারিকরা । কারণ ওই নির্দিষ্ট টাকার মধ্যে কিভাবে ডিম,মাংস, মাছ খায়ানো যাবে? সেই চিন্তায় পড়েছিলেন শিক্ষকরা।
আজ মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের একটি প্রশাসনিক সভায় পরিস্কার ভাষায় জানিয়েদিয়েছে যে,ওই টাকায় কোনও ভাবেই ডিম, মাছ, মাংস খাওয়ানোর যে নির্দিশিকা বেরিয়েছে সেটা মানা সম্ভব না।
আরও পড়ুন: আজ মূখ্যমন্ত্রী মিড ডে মিল রান্নার কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কি জানিয়েছেন।
এবং মুখ্যমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই স্কুল শিক্ষা দপ্তর থেকে নতুন নোটিশ জারি করা হয়েছে তাতে পরিস্কার ভাবে উল্লেখ করা হয়েছে যে,আগের যে নোটিশটি দেওয়া হয়েছিল সেটা ডিস্ট্রিস্ট থেকে ডিস্ট্রিক্ট আলাদা আলাদা হতে পারে। এবং মিড ডে মিল এর গাইডলাইন অনুসারে পুষ্ঠিকর খাবার প্রাথমিক/উচ্চ প্রাথমিক ছাত্র ছাত্রীদের দিতে হবে ,নিজেদের ফান্ড অনুসারে।
অর্থাৎ একদম পরিস্কার যে স্কুলের নিজেদের ফান্ড অনুসারে যেমন পুষ্ঠিকর খাদ্য মিড ডে মিল গাইডলাইন এ দেওয়া আছে সেটা অনুসরণ করতে হবে প্রত্যেক স্কুলকে ।