NCTE TTC Notice Download- রাজ্যে নতুন টেট 2022 নিয়ে মামলা! NCTE এর নোটিশকে দিতে হবে মান্যতা!এর ফলে অনেকে টেটে বসতে পারবে! Very big news

3
424

NCTE TTC Notice Download– রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গত 29 তারিখে নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নোটিশে এই পরীক্ষায় বসার নূন্যতম যোগ্যতামান কি কি লাগবে টেট পরীক্ষায় বসার জন্য সেটা দিয়েছে পর্ষদ। আর সেই নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে যারা এখন কোনও TTC( টিচার ট্রেনিং কোর্সে) তে ভর্তি হয়েছে বা প্রথম বছর চলছে!!

পর্ষদ নোটিশে পরিস্কার ভাবে উল্লেখ করেছে 2020-2022 হল শেষ ব্যাচ যারা এবারের অর্থাৎ 2022 সালের প্রাথমিক টেট (WB Primary TET 2022) পরীক্ষার জন্য আবেদন করতে পারবে!

কিন্ত NCTE একটি কোর্ট কেসের ভিত্তিতে নোটিশ প্রকাশ করে জানিয়েছিল যে – যেকোন শিক্ষক প্রশিক্ষণ কোর্সে (Teacher’s Training Courses) নথিভুক্ত ছাত্রছাত্রীরা TET পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ৷  এখন শেষ বর্ষে উপস্থিত হতে বা TET পরীক্ষার ফলাফলের জন্য কোন বাধ্যবাধকতা নেই। 

NCTE TTC NOTICE DOWNLOAD

সুপ্রিম কোর্টে নির্দেশ অনুসারে NCTE একটি বিজ্ঞপ্তি(Clarification) জারি করে সেখান TTC এর “PURSUING” কথাটির ব্যাখ্যা জারি করে।

NCTE জানায় – যেকোনো শিক্ষক প্রশিক্ষণ কোর্সে(BED, DELED ETC) ভর্তি হওয়া এই ধরনের যে কোনো শিক্ষার্থীকে ‘PURSUING’ ক্যাটাগরিতে বিবেচনা করা হবে।  NCTE জুলাই 2019 সালে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের বরাত দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

যদিও রাজ্যে সদ্য প্রকাশিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট 2022 পরীক্ষা, যেটা 11ই ডিসেম্বর হওয়ার কথা রয়েছে,  NCTE এর  সাম্প্রতিক সংশোধন মানেনি বলে চাকরিপ্রার্থীরা দাবি করেছে!!

চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ ,  NCTE-এর নিয়ম অনুযায়ী 2020-2023 এবং 2022-2024 সেশনে শিক্ষক প্রশিক্ষণ কোর্সে (TTC) নথিভুক্ত প্রার্থীরা অবশ্যই টেট পরীক্ষায় বসার যোগ্য!!

যদিও সেই সুযোগ দেয়নি প্রাথমিক পর্ষদ বলে তাঁরা অভিযোগ করে তাঁরা আদালতের দ্বারস্থ হতে চলেছেন!!এই মামলা কবে উঠবে বা এই মামলার লেটেস্ট আপডেট কি তা এখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন।

আগের নিয়ম অনুযায়ী যে সকল ছাত্রছাত্রীরা TTC(Teacher’s Training Courses) এর ফাইনাল সেমিস্টার/বছরে উপনীত হলে কেবল তারাই TET পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হতেন!!

যদিও সেই নিয়মে পরিবর্তন এনেছে NCTE। এখন থেকে কোর্সে ভর্তি হলেই টেট পরীক্ষায় বসা যাবে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলার রায়ও রয়েছে!

সুপ্রিম কোর্ট ঐ মামলা চলা কালীন “PURSUING” শব্দটির বৃহত্তর ব্যাখ্যা দেয়।  এর পর NCTE নিচের বিজ্ঞপ্তিটি জারি করে। NCTE জানায় এখন শিক্ষক প্রশিক্ষণ কোর্সে নাম লেখালেই শিক্ষার্থীরা TET দিতে পারবে।

ncte_ttc_notifice_download
ncte_ttc_notifice_download

NCTE এর (NCTE TTC Notice Download)নোটিশের কিছু অংশ নিচে দেওয়া হল-

“In view of the above, it is clarified that a fair reading of Clause 5(ii) of the NCTE guidelines, a person who has been admitted in TTC and is pursuing. he/she are eligible for appearing in TET examination, if otherwise eligible, as per extant guidelines of TET circulated on 11.02.2011, as amended from time to time and Notifications laid down by NCTE regarding minimum qualifications, as amended from time to time.”

NCTE_TEACHERS_TRAINING_COURSE_NOTICE-1
NCTE TTC Notice Download-1

NCTE এর নোটিশটি(NCTE TTC Notice Download)ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন

3 COMMENTS

  1. যাদের গ্র্যাজুয়েশনে ৫০% নেই অথচ পিজিতে৫০% রয়েছে আর B. Ed রয়েছে, তারা কি কেটে বসার যোগ্য?

  2. যাদের গ্রেজুয়েশনে ফিফটি পার্সেন্ট নেই অথচ মাস্টার্সে ফিফটি পার্সেন্ট রয়েছে এবং বিএড রয়েছে তারা কি পরীক্ষায় বসার যোগ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here