জানুয়ারিতেই বর্ধিত বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা । সুবিধা প্রাপক রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত-সহ স্বশাসিত সংস্থা ও রাজ্যের নিয়ন্ত্রণাধীন সংস্থার প্রায় ১০ লাখ কর্মচারী ও প্রায় ৬ লক্ষ পেনশন প্রাপক।
নীচে দুটি 6TH PAY COMMISSION SALARY CALCULATORS দেওয়া হল ,একটি BEFORE 2016 JOINING এবং আরেকটি AFTER 2016 JOINING ।
এখনও অব্দি যা জানতে পারা গিয়েছে সেটা নীচে দেওয়ায় হল।
১)বর্তমান মূল বেতনের ২.৫৭ গুণ বৃদ্ধি,২)বর্তমান বেতন কাঠামো থেকে বেসিক ও গ্রেড পে-র অবলুপ্তি,৩)বাড়ি ভাড়া ১৫% থেকে কমে ১২%,৪)গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১2 লক্ষ,৫)ডিএ নিয়মিত দেওয়া,৬)ডিএ-র ফর্মুলা: কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিবর্তে বিকল্প সন্ধান ।
শেষ বারের বর্ধিত 6TH PAY COMMISSION এর মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে ফলে নতুন পে কমিশন 1ST জানুয়ারি 2020 তে লাগু হবে।সঙ্গে সঙ্গে পে ব্যান্ড এবং গ্রেড পে তুলে দিয়ে লেভেল করা হবে কেন্দ্রীয় সরকারের মতন। নিউ পে ম্যাট্রিক্স সুপারিশ করা হয়েছে। ব্যান্ড পে এবং গ্রে ডে তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। যে সুপারিশ করেছেন আমরা তা মেনে নেব। উদাহরণ দিয়ে তিনি জানান, ২০০৬ সালের বেতনক্রম অনুসারে ব্যান্ড পে, বেসিক পে এবং গ্রেড পে যেটা ছিল ৭ হাজার টাকা সেটাই নয়া হারে দাঁড়াবে ১৭৯৯০ (৭০০০X২.৫৭) টাকা। এ ছাড়াও এইচআরএ আছে। সব মিলিয়ে গ্রস পে হবে ২০১৪৮ টাকা। এখন যেটা ১৬৮০০ টাকা।