{Joining Process}Newly Primary Teachers Joining In the Primary School,Very big news 2021

0
1250

Newly Primary Teachers Joining:- Here we give you an idea about how this Newly Primary Teachers Joining is done.Give you an idea about hole joining process.Download sample copy of joining letter for Primary teachers joining to their school as well as to submit report to the SI Office.To get more Updates alike this please visit our latest post.

Newly Primary Teachers Joining

আপনরা অবগত আছেন যে, ইতিমধ্যেই প্রাথমিক পর্ষদ – West Bengal Board Of Primary Education Newly Primary Teachers Joining নিয়ে একাধিক নোটিশ প্রাথমিক পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট জারি করেছে। এর সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষক কাউন্সিলিং ও শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন DPSC{District Primary School Council} তে, সেখানেই নতুন শিক্ষকরা তাঁদের Joining লেটার পাবেন।

এবার এই পোস্টে আমরা দেখবো নতুন Joining লেটার পেলে সেটা নিয়ে কিভাবে স্কুলে Join করবেন ??

প্রাথমিকের ২০১৪ টেট পাস থেকে নিয়োগ নিয়ে সেকেন্ড লিস্ট কবে আসতে পারে সেই নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন।

প্রথমেই আপনাদের দুটি লেটার লিখতে হবে নিজের স্কুলে Join করতে। একটি স্কুলের জন্য এবং আরেকটি এস.আই{S.I-OFFICE} এর জন্য নীচে সেম্পাল কপি{Sample copy of Newly Primary Teachers Joining} দেওয়া আছে। হাতে লিখলে ভালো হবে ,তবে নীচের দেওয়া লিঙ্ক থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।

এর আগে আপনাকে কিছু ডকুমেন্ট তৈরি করে নিতে হবে যা নীচে দেওয়া আছে ।

নীচের যে Documents গুলো দেওয়া আছে তাঁর প্রত্যেক নিয়ে ৫ টি করে সেট করবেন। প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স সহ সেল্ফ অ্যাটেস্টেড করে নেবেন,ডেট দেবেন না,যখন এস.আই{S.I-OFFICE} অফিসে- যাবেন তখন ডেট দেবেন বা অফিসে গিয়ে যখন জয়েনিং করবেন তখন সেল্ফ অ্যাটেস্টেড করবেন এবং সঙ্গে ডেট দেবেন, অবশ্যই সঙ্গে অরিজিনাল গুলোও রাখবেন। আজ থেকে জয়েনিং হবার সম্ভবনা রয়েছে। এই নিয়ে বিভিন্ন DPSC{District Primary School Council} নোটিশ জারি করেছে।

  • Appointment Letter (DPSC থেকে দেবে}
  • Madhyamik Examination Admit Card and/ Birth Certificate {D.O.B Certificate }
  • All educational qualifications mark sheet (MP,HS,GRADUATION,MA etc).
  • All educational qualifications certificate (MP,HS,GRADUATION,MA etc).
  • D.EL.Ed or B.Ed Or Training Mark sheet & Certificate.
  • Cast Certificate{if any}
  • TET Admit
  • TET Qualified Result{Print out}
  • Identity Proof (Epic/Aadhaar card/Driving License/Passport etc)

প্রথমে আপনার Appointment Letter (DPSC) থেকে পাওয়ার পর আপনি উপরের দেওয়া Documents গুলো নিয়ে আপনার স্কুলে যাবেন প্রথম লেটারটি {নীচে দেওয়া আছে} নিয়ে। সেখানে মাননীয়/মাননীয়া হেড মাস্টার বা টিআইসি আপনাকে স্কুলে জয়েন করিয়ে নেবেন। এর পর আপনি যে প্রথম লেটারটি লিখেছেন সেটাতে Forwarding করে দেবেন, ঐ লেটার এবং দ্বিতীয় লেটার যেটা নীচে দেওয়া আছে,সেটা নিয়ে এস.আই{S.I-OFFICE} অফিসে যাবেন সঙ্গে উপরের দেওয়া সমস্ত ডকুমেন্ট।

নীচের দুটি ছবি শেয়ার করা হয়েছে ,প্রথম লেটার- এটা স্কুলে দেবেন,এই লেটার টি হাতে লেখার চেষ্টা করবেন, ওরিজিনাল ফাইল ডাউনলোড করতে নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন।

Newly_Primary_Teachers_Joining
Newly_Primary_Teachers_Joining
Sample_copy_of_Newly-Primary-Teachers-Joining
Sample_copy_of_Newly-Primary-Teachers-Joining

এখানে ক্লিক করে উপরের ফাইল দুটি ডাউনলোড করে নিতে পারবেন।

Newly Primary Teachers Joining

BOARD West Bengal Board Of Primary
STATEWest Bengal
RECRUITMENT NAMEPRIMARY TEACHER
FROM 2014 TET PASS+ TREND
VACANCY 16,500
1ST MERIT LIST 15,284
1st Counselling Expected to Start from 17/02/2021
LEFT VACANCY1,216
Date Of Second Merit List Publication Very soon ,Expected date are share above of this post
SALARY CLICK HERE {DETAILS UPDATES}
OFFICIAL SITE www.wbbpe.org
Primary 1216 Panel List

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here