ফের বাড়ল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ,বাড়াল আরও সাত মাস

0
18

পূর্বাভাস আগেই মিলেছিল ,এবার তা সরকারি ভাবে ষষ্ঠ বেতন কমিশনের মেয়ার আরও বাড়াল রাজ্য সরকার৷ ষষ্ঠ বেতন কমিশনের কার্যকালের মেয়াদ আরও বাড়তে চলেছে কি না, সেটা আজ, সোমবার পরিষ্কার করে রাজ্যের অর্থদপ্তর জানাবে বলে আগেই আপনাদেরকে জানানো হয়েছিল এবং ঠিক সেটাই ঘটল ।

ফের  ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল আরও সাত মাস বৃদ্ধি করা হল । গত ২৫ নভেম্বর বেতন কমিশনের কার্যকালের মেয়াদ ছ’মাসের জন্য বৃদ্ধি করা হয়৷ সেই সময়সীমা শেষ হয়েছে গত রবিবার৷ আজ সোমবার বেতন কমিশনের মেয়াদ সরকারি ভাবে আরও সাত মাস বৃদ্ধির ঘোষণা করা হয়৷

Annotation 2019 05 27 193519

বিভিন্ন দপ্তরের কাজ এখনও শেষ হয়নি তাই সেই সব কাজ  সম্পন্ন করতে মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয় ।

download notice click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here