[NIOS D.EL.ED IS VALID] আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেটে

0
184

পাটনা হাইকোর্টে চরম স্বস্তি। NIOS থেকে ODL মোডে D.EL.ED করা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন বিহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা টেটে । কিছু দিন আগেই টেট নিয়ে যখন বিহার সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন, তাঁরা NCTE এর কাছে ক্লারিফিকাশন এর জন্য আবেদন জানায়। যে ঐ প্রায় 2.5 লক্ষ ODL এর মাধ্যমে D.EL.ED করা চাকরিপ্রার্থীরা কি এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন ??

NCTE দেওয়া উত্তরে পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়।যেহেতু উক্ত কোর্সটি 18 মাসের তাই ঐ সমস্ত D.EL.ED চাকরিপ্রার্থীদেরকে আবেদন করতে দেওয়া হবে না। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধান মাপকাঠি হল D.EL.EDএবং যা 2 বছরের কোর্স।

এর পর ঐ সমস্ত আবেদনকারী পাটনা হাইকোর্টের দ্বারস্থ হয়। দীর্ঘ দিন মামলা চলার পর গত 22.01.2020 সালে রায় দিয়ে জানিয়ে দেয় যে,ঐ কোর্স সম্পূর্ণ ভেলিড।তাই যে সমস্ত আবেদনকারী ঐ কোর্স করেছে তারা উক্ত টেট এ আবেদন করতে পারবে । এবং এর জন্য বিহার সরকারকে ব্যবস্থা করতে হবে যাতে
যাতে ঐ সমস্ত মামলাকারীদের ফর্ম পূরণ করতে পারে। এর জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

এর ফলে  NIOS  থেকে D.EL.ED করা চাকরিপ্রার্থীদের মনে খুশির জোয়ার এবং এটা একটা চরম স্বস্তির খবর ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং টেট মামলা নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here