আজ একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনে যাতে দেশের মানুষ অর্থ ও খাদ্য সংকটে না পড়েন, তার জন্য 1.7 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন তিনি। এই প্যাকেজ ঘোষণার ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া লোকজনের খুব উপকার হবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনার জেরে তাঁরা ইতিমধ্যেই কাজ হারিয়েছেন।
কি কি রয়েছে ঐ আর্থিক প্যাকেজে ,এক নজরে দেখে নেওয়া যাকঃ-
—এ দিন অর্থমন্ত্রী জানান— |
#১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা৷সরসারি ব্যাঙ্ক লেনদেনের পাশাপাশি খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে। |
#আগামী তিন মাসের জন্য বিপিএল পরিবারগুলিকে বিনামূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। |
#জনধন অ্যাকাউন্ট রয়েছে যে মহিলাদের, তাঁদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন। |
#তিন কোটি বিধবা, পেনশনভুক্ত ও প্রতিবন্ধীদের এককালীন 1000 টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ |
#যে সকল মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা আগামী তিন মাসে 500 টাকা করে ক্ষতিপূরণ পাবেন ৷ |
#ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধিদের অতিরিক্ত ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। দু’দফার কিস্তিতে এই টাকা মিলবে। |
#চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের সাফাইকর্মী, আশা কর্মী যাঁরা সামনে থেকে করোনা রোগীদের চিকিৎসরার সঙ্গে যুক্ত জন্য মাথাপিছু পঞ্চাশ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা |
#কৃষকদের এখনই ২ হাজার টাকা করে দেবে সরকার৷ |
#একশো দিনের শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৮২ টাকা থেকে করা হলো ২০২ টাকা |
# ইপিএফও- তে নথিভুক্ত ৪.৮ কোটি শ্রমিক তিন মাসের বেতন অথবা তাঁদের পিএফ-এ জমা টাকার ৭৫ শতাংশ (যেটি কম), অগ্রিম হিসেবে নিতে পারবেন৷ |
করোনা সংকট কাটাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ স্কিম আনল সরকার৷ এবং উক্ত স্কিমের মাধ্যমে সরাররি গরীব মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর হবে বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।
Govt of India will pay the Employees’ Provident Fund(EPF) contribution, both of employer and employee, put together it will be 24%, this will be for next 3 months.This is for those establishments which have upto 100 employees and 90% of them earn less that 15,000: FM Sitharaman pic.twitter.com/ghsw5osOAN
— ANI (@ANI) March 26, 2020
[দু’মাসের টাকা একসঙ্গে,সামাজিক পেনশন নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর,click here to read this news]
[click here to read this news,শিক্ষামন্ত্রীর আর্জি -শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপকরাদের কাছে]