Notice for 6th pay commission  option form for teaches was published

0
31

This Post Contents

মূল রোপা প্রকাশ পেয়েছে সঙ্গে প্রকাশ পেয়েছে পেনশোনার দের রোপা। বিভিন্ন ডিপার্টমেন্ট অপশন বেনিফিট ফর্ম পূরণ এর নোটিশ প্রকাশ করছে ইতিমধ্যেই। আজ শিক্ষা দপ্তর থেকে একটি পে কমিশনের অপশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। সেখানে শিক্ষাদপ্তরের থেকে জানানো হয়েছে যে,গভ: স্কুলের শিক্ষক শিক্ষিকা দের জন্য অপশন ফর্ম ফিলাপ করতে হবে। সমস্ত শিক্ষক শিক্ষিকা দের এই অপশন ফর্ম নিজের তরফ থেকে ফিলাপ করতে হবে। এবং সঙ্গে এও মনে রাখতে হবে যে,একবার এই অপশন ফর্ম পূরণ করে সাবমিট করে দিলে পরে তা চেঞ্জ করে যাবে না। তাই ভালো ভাবে এই অপশন নিয়ে ফর্ম পূরণ করতে হবে।

অপর দিকে স্পনসর/গভ: এডেড স্কুলের শিক্ষকদের জন্য কবে রোপা প্রকাশ হবে তা নিয়ে এখনও কিছু আপডেট বেরিয়ে আসেনি। কারণ ইতিমধ্যেই প্রায় সমস্ত ডিপার্টমেন্ট নিজের অপশন ফর্ম পূরণের জন্য নোটিশ প্রকাশ করে দিয়েছে। কিন্তু এখনও স্পনসর/গভ: এডেড স্কুলের শিক্ষকদের জন্য ডিপার্টমেন্টাল রোপা কবে প্রকাশ হবে তা নিয়ে এখনও নিশ্চিত নয়।

বিভিন্ন অসর্মথিত সূত্র মারফৎ যে খবর বেরিয়ে আসছে তাতে জানতে পারা যাচ্ছে যে,মূলত প্রাথমিক দের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এবং গ্রাজুয়েট শিক্ষকদের স্কেল নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসতে পারে ঐ ডিপার্টমেন্টাল রোপা তে। এবং তা সম্ভবত এই বা সামনের সপ্তাহে প্রকাশিত হতে পারে!!!

অপর দিকে কিছু দিন ধরেই শিক্ষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিকাশ ভবনে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে দাবি পত্র ও জমা পড়ছে বলে জানা গিয়েছে।

ফলে এখন প্রাথমিক এবং গ্রাজুয়েট শিক্ষকরা গভীর আগ্রহে নজর রেখেছে কবে এই রোপা প্রকাশ পাবে এবং কবে তাদের বেতন বঞ্চনা দূর হবে।

Click here to read pay commission more news

Click here to calculate your salary in 6th pay commission

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here