আংশিক সময়ের কলেজ শিক্ষকদের নয়া বেতন কাঠামো, ঘোষণা রাজ্যে সরকারের । রাজ্যের কলেজের আংশিক সময়ের শিক্ষক (পিটিটি), চুক্তিভিত্তিক শিক্ষক (সিডব্লিউটিটি) এবং অতিথি শিক্ষকদের (জিটি) একত্রে ‘স্টেট এডেড কলেজ টিচার’ (স্যাক্ট) স্বীকৃতি দিল উচ্চশিক্ষা দপ্তর।
স্যাক্ট-১ ও ১০ বছরের বেশি অভিজ্ঞরা পাবেন | ৩৫ হাজার টাকা |
স্যাক্ট-১ ও ১০ বছরের কম অভিজ্ঞরা পাবেন | ৩১ হাজার টাকা |
স্যাক্ট-২ ও ১০ বছরের বেশি অভিজ্ঞরা পাবেন | ২৫ হাজার টাকা |
স্যাক্ট-২ ও ১০ বছরের কম অভিজ্ঞরা পাবেন | ২০ হাজার টাকা |
এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে এই নোটিশে , যেমন
১) সব পিটিটি-সিডব্লিউটিটি বর্তমানে বেশি হারে ভাতা পান, তাঁদের পে-প্রোটেকশনও দেওয়া হবে।
২) প্রতি বছর ৩% বেতন-বৃদ্ধি পাবেন এবং সেটা ১ জুলায় প্রত্যেক বছর পাবেন।
৩) উক্ত শিক্ষকরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজের অধিকার পেলেন।
৪) তাঁরা যদি ১০ বছর বা তার বেশি কলেজ শিক্ষক রূপে নিযুক্ত থাকে তাহলে ,অবসরের সময় ,অবসরকালীন ৫ লক্ষ টাকা এককালীন ভাতারও সুবিধা পাবেন ।
এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নীচের নোটিশ এ দেওয়া আছে ।
CLICK HERE, 6TH PAY COMMISSION FINAL SALARY CALCULATORS FOR TEACHERS
CLICK HERE ,Primary school teachers salary calculators with GP HIKE & NOTIONAL FIXATION FROM 01.01.2016
6TH PAY COMMISSION SALARY CALCULATOR CLICK HERE