রাজ্য সরকার এবার কড়া ব্যবস্থা নিল ,মাদ্রাসায় বেআইনি নিয়োগ বন্ধ করতে । বুধবার মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা পুরোপুরি লঙ্ঘন করে বেশ কিছু মাদ্রাসায় বেআইনি ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। DI এবং ADI কে নির্দেশ দিয়েছে দপ্তর,যে ঐ ধরনের যে সমস্ত নিয়োগ হয়েছে তাঁর সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য ও নথি অবিলম্বে সল্টলেকের বিকাশভবনে মাদ্রাসা ডাইরেক্টরেটে পাঠাতে হবে ।
৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট রায়ে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে, মাদ্রাসা সার্ভিস কমিশনের বা MSC এর মাধ্যমেই এই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে ।ম্যানেজিং কমিটি কোনও মতেই শিক্ষক বা শিক্ষা কর্মী নিয়োগ করতে পারবে না । এর পর নোটিশ অনুসারে কয়েকটি জেলার বেশ কিছু মাদ্রাসা সক্রিয় হয়ে উঠে নিজেরাই দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেয় এবং নিউজ পেপার এবং সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দেয় বলে নোটিশে উল্লেখিত হয় ।
সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন –::: এখানে ক্লিক করুন :::– |
এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে হইচই শুরু হয়, অভিযোগ উঠে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে রায় জানিয়ে দেওয়ার পর কীভাবে এই রকম ভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে। এই নিয়ে মাদ্রাসা ডাইরেক্টরেট বিশেষ নির্দেশিকা জারি করেছে। এবং সেই নির্দেশিকায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছে, এমন কয়েকটি মাদ্রাসার নামও উল্লেখ করা হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন পে কমিশন নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন ডীএ নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন পে কমিশনের ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেতে এখানে ক্লিক করুন |