organised teachers latest news about recruitment in west bengal

2
125

কবে হবে শিক্ষক নিয়োগ ?? সংগঠক শিক্ষিক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে ?

অনেক সংগঠন শিক্ষক তারা জিজ্ঞেস করছেন যে তাঁদের যে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে সেটা কবে নাগাদ সম্পন্ন হবে ।তাঁদের বলতে চায় যে যেহেতু নিয়োগ প্রক্রিয়া বিষয়টি সম্পূর্ণ সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে রয়েছে তাই কোর্ট যেইদিকে নিয়োগ নিয়ে বলবে সেই দিকে এগিয়ে যাবে পুরো পক্রিয়াটি এবং যে নতুন আপডেট আসছে তাহলো 10.05.2019 তারিখে একটি মামলা সংগঠন শিক্ষক নিয়ে সুপ্রিমকোর্টে উঠছে, এখন দেখারবিষয় এইযে সেই দিন সংগঠন শিক্ষক নিয়োগ নিয়ে কোনো আপডেট পাওয়া যায় কি না ।কারণ অনেক দিন ধরে এই শিক্ষক নিয়োগ পক্রিয়া আটকে রয়েছে ,মাঝে মধ্যে একটা করে খবর আসলেও কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না যা নিয়ে চাকরিপ্রার্থী দের চিন্তা কমছে না।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here