অর্গানাইজার টিচার মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল গত কাল সুপ্রিমকোর্টে। সেখানে একটি মামলার শুনানিতে কোর্ট জানিয়েছে যে দ্রুত এই মামলা নিষ্পত্তি করতে হবে। অর্গানাইজার টিচার পদে আবেদনকারী রাজ্যের ৫০৭৫ জন প্রার্থীর আবেদনের নিষ্পত্তি করতে হবে ছ’সপ্তাহের মধ্যে।
organiser teachers recruitment news
দীর্ঘদিন ধরে এই সমস্ত মামলা সুপ্রিমকোর্টে পরে রয়েছে। গত সোমবার দিলীপকুমার দাস বনাম রাজ্য সরকারের এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৷কোর্ট স্পষ্ট ভাবে জানিয়েছে যে , এই আবেদনকারীদের মধ্যে যাঁদের আবেদন বৈধ, তাঁদের দ্রুত নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে, জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি এম সান্তনগৌড়া ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ৷
কেন অর্গানাইজার টিচার পদে আবেদনকারী ৫০৭৫ জনের নিয়োগ হচ্ছে না ? এর জন্য তাঁরা ২০১৬ সালে দিলীপকুমার দাস ও অন্যান্যরা শীর্ষ আদালতে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিলেন । তাঁরা অভিযোগ করেন রাজ্য সরকার নিয়োগের এবং আবেদনপত্রের বিষয়ে কোনও তথ্যও দিচ্ছে না । এই অভিযোগে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদনকারীদের জয় হয়েছিল৷
কোলকাতা হাইকোর্টের রায় পরও সুরাহা না পেয়ে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এবং গত সোমবার আদালত তাঁদের রায় জানিয়ে দেয় অর্গানাইজার টিচার পদে আবেদনকারী রাজ্যের ৫০৭৫ জন প্রার্থীর আবেদনের নিষ্পত্তি করতে হবে ছ’সপ্তাহের মধ্যে।
Organiser teacher der appointment deya suru hoye gache?
Na
dada nabaparjay organiser teacher certifiket-e sl no.2281- somparkhe kichu jana thakle bolun.
No news