1)প্রথম ২ টি CCE পরীক্ষায় খারাপ ফল করলেই চিহ্নিত করা হবে পড়ুয়াদের। |
2)তাদের বিশেষ ক্লাস নিতে হবে স্কুলের শিক্ষকদের। |
3)দু’মাসের জন্য বিশেষ পড়াশোনার সুযোগ দিতে হবে স্কুলকে। |
4)চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হলে থাকছে পুনর্মূল্যায়নের ব্যবস্থাও। পুনর্মূল্যায়নেও ফেল করলে আরও একবছর থাকতে হবে একই ক্লাসে। |
5)RTE 2009 অনুসারে ,অকৃতকার্য হলে কাউকে স্কুল থেকে বের করা যাবে না। নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল স্কুলশিক্ষা দফতর। |
এর পরেও আরও কিছু নোটিশ শিক্ষা দপ্তর থেকে আসবে এই পাস ফেল নিয়ে। সেখানে সমস্ত তথ্য আপডেট বেড়িয়ে আসবে।