{Primary Court Case}বিরাট স্বস্তি পেল প্রাথমিক পর্ষদ

0
40

Primary Court Case :- এই মুহূর্তে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কিছু খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। নীচে বিস্তারিত ভাবে আজকের কোর্ট কেসের আপডেট তুলে ধরা হল। ডিভিশন বেঞ্চের রায় কে আজকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট, ফলে 15284 নিয়োগের স্বস্তির নিঃশ্বাস পেল পর্ষদ

Primary Court Case

আজকে কিছুক্ষণ শুনানি হয় প্রাইমারি ডিভিশন বেঞ্চের স্টে উঠিয়ে নেওয়া মামলটি সুপ্রিম কোর্টে। যেহেতু এই মামলটি এখনও কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে তাই এই মামলটি সরকারি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট বলে খবর !!

সুপ্রিম কোর্ট এই মামলটি খারিজ করার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের শর্ত সাপেক্ষে নিয়োগ রায়কে বহাল রেখেছে বলেও খবর সামনে এসেছে (যদিও অর্ডার কপি এখনও আমরা হাতে পাই নি)।

Primary_Stay_Case_in_Supreme_Court
Primary_Stay_Case_in_Supreme_Court

এর ফলে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ।

গত 4ঠা মার্চ ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে নির্দেশ দেয় প্রাথমিক পর্ষদ কে । এর মধ্যে দুটি শর্ত কাজ প্রায় সম্পন্ন করেছে প্রাথমিক পর্ষদ। একটি হল মেরিট লিস্ট প্রকাশ করা 15284 জনের এবং ওপর টি হল যে বা যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের নিয়োগ পত্রে শর্ত টি উল্লেখ করা যে তাঁদের চাকরির ভবিষ্যতে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট এর উপর নির্ভর করবে।

আউট কাম:- নিয়োগে স্টে থাকলো না(আগেই ডিভিশন বেঞ্চ স্টে উঠিয়ে নিয়েছে), নিয়োগ প্রক্রিয়া চলবে, এবার প্রশ্ন ভুল মামলা থেকে কবে 738 জনের লিস্ট আসে সেটা দেখার কারণ সামনের সপ্তাহে কোর্টে লম্বা ছুটি রয়েছে কলকাতা হাইকোর্টে।

KOLKATA-HIGH-COURT
KOLKATA-HIGH-COURT

ভুল প্রশ্ন বা শিক্ষক নিয়োগ নিয়ে আরও আপডেট খবর পেতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here