[STAY] Primary 32000 Court Job Cancellation Case: ৩২০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ!

0
109

Primary 32000 Court Job Cancellation Case: ৩২০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ! অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত! তবে এর মাঝে সিঙ্গেল বেঞ্চের আদেশ অনুসারে প্রাথমিক পর্ষদ এই চাকরি বাতিলের যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছিল সেটার প্রসেস শুরু করবে, অর্থাৎ ফের ইন্টারভিউ নেওয়ার কাজ! সেপ্টেম্বর মাসেই ডিভিশন বেঞ্চ ফাইনাল রায় ঘোষণা করবে! এখনই ৩২০০০ চাকরি বাতিল হচ্ছে না!

৩২,০০০ স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। ৩২ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ, নির্দেশ ডিভিশন বেঞ্চের। আগামী সেপ্টেম্বর পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। যদিও নিয়োগ প্রক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতই করতে হবে। অন্তর্বর্তী নির্দেশে জানাল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

Primary 32000 Court Job Cancellation Case

Primary 32000 Court Job Cancellation Case
Primary 32000 Court Job Cancellation Case
১) ৩২০০০ চাকরি বাতিল হচ্ছে না !
২) তাঁরা প্যারাটিচার হিসাবে নয় ,তাঁরা রেগুলার টিচার হিসাবে বেতন পাবেন!
৩) সিঙ্গেল বেঞ্চ ৩ মাসের মধ্যে ইন্টারভিউ এর পদক্ষেপ করবে!
৪)Fraud allegations এর ওপর scrutiny করতে হবে!
৫) ৮ week time দেওয়া হলো Petitioner দের Affidavit জমা করার জন্য।
ও reply করার জন্য।
৬) সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট এ অনুসারে ৩২০০০ কর্মরত এবং ২০১৪ টেট পাসরা এই প্রেস -এ অংশ নেবে!
৭) ডিভিশন বেঞ্চে নিয়োগের ব্যাপারে ফাইনাল ডিসিশন নেবে!
৮) এই মামলা সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে ফের শুনানির জন্য উঠবে!
Primary 32000 Court Job Cancellation Case

অর্ডার কপি ডাউনলোড করতে www.calcuttahighcourt.gov.in ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন।

আরও বিস্তারিত আপডেট আসছে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here