এই মুহূর্তে Primary Court case নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে।আজকে কলকাতা হাইকোর্টের 12 নাম্বার রুমে এই কেসের শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত তথ্য আজকের কেস থেকে নীচে তুলে ধরা হল।
Primary Court case
গত 22 শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ 16500 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া উপর কিছু অনিয়মের অভিযোগ এর ভিত্তিতে অন্তর্বর্তীকালীন স্টে জারি করে। ফলে যাঁরা চাকরীতে জয়েন করেন তাঁরা সঙ্গে যাঁরা এই নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা উভয়ের উপর সঙ্কট এসে দাঁড়ায়।
কোর্ট (সিঙ্গেল বেঞ্চ) এর জাজমেন্ট কে চ্যালেঞ্জ জানিয়ে নিয়োগ পত্র প্রাপ্তরা এবং প্রাথমিক পর্ষদ ডিভিশন বেঞ্চে আপিল করেন।আজকের সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে যে,সিঙ্গেল বেঞ্চের স্টে কে কিছু শর্ত সাপেক্ষে তুলে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এর মধ্যে প্রাথমিক শর্ত হল তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক পর্ষদ কে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। এই মেরিট লিস্ট পর্ষদের ওয়েবসাইট এবং বিভিন্ন DPSC তে প্রকাশ করতে হবে। সঙ্গে 15,284 জন পর্ষদের নোটিস অনুসারে তাঁরা প্রাথমিক মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে, তার সম্পূর্ন তালিকা প্রথম সারির যে কোনও তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বলে কোর্ট জানালেও পর্ষদ এতে আপত্তি করে , বলে এতো লিস্ট কিভাবে নিউজ পেপারে দেওয়া সম্ভভ, ফলে কোর্ট এই নিউজ পেপারে দেওয়া কথাটি তুলে নেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন
আরও বিস্তারিত তথ্য জানতে এবং আজকের কেসের সম্পূর্ণ আপডেট পেতে সঙ্গে কোর্ট কি কি শর্ত দিয়েছেন দেখতে >> এখানে ক্লিক করুন