[PRIMARY,MP,HS BOARD,WBSSC] শিক্ষা দফতরের অনুদান রাজ্যের ত্রাণ তহবিলে

0
15

একদিকে করোনা পরিস্থিতি জটিল রূপ নিচ্ছে ।বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষাদপ্তর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।করোনার পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পাশে এবার দাঁড়ালো রাজ্য শিক্ষা দফতর।রাজ্যের ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান তুলে দেওয়া হয়।এই কথা মাননীয় শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। নীচে ভীডিও দেওয়া আছে। 

 

মাননীয় শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE), প্রাথমিক শিক্ষা পর্ষদ(PRIMARY BOARD), উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE), স্কুল সার্ভিস কমিশন(WBSSC)-সহ একাধিক সংগঠনের তরফে সম্মিলিতভাবে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে।তিনি আরও জানিয়েছেন,”এই আর্থিক অনুদান মুখ্যমন্ত্রীর লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।”

উল্লেখ্য,এই কঠিন পরিস্থিতিতে অনেক শিক্ষক-শিক্ষিকাও এগিয়ে এসেছেন।তাঁরা নিজেরদের সামর্থ্য অনুসারে রাজ্যের ত্রাণ তহবিলে অনুদান দিয়ে যাচ্ছেন।অনেক শিক্ষক-শিক্ষিকা জানিয়েছেন ,”যে তাঁরা এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাসে এসে দাঁড়াতে পেরে ভালো লাগছে এবং রাজ্যের এই ত্রাণ তহবিলে মাধ্যমে সাধারণ গরীব মানুষের কিছুটা সাহায্য করেও নিজেদেরকে ধন্য বলে মনে করছেন”

যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা বা কর্মচারী এখনও অনুদান দিয়ে উঠতে পারেননি তাঁরা নীচে দেওয়া ছবিতে দেওয়া একাউণ্টে টাকা অনুদান করুন এবং রাজ্য তথা সাধারণ মানুষের পাসে এসে দাঁড়ান।

 

CM RELIEF FUND FOR COVID 19
CM RELIEF FUND FOR COVID 19

  গত সপ্তাহ ধরে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের স্কুল, কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা ও আধিকারিকদের কাছে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল আর্থিক অনুদান দেওয়ার আবেদন জানায়। ইতিমধ্যেই সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল থেকেই আর্থিক অনুদান দিয়েছে।

নীচে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভিডিওটি দেখুন 


আরও পড়ুন

Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal

প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ মামলার আপডেট

অপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ মামলার আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here