পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের গ্রামে অনেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান। কিন্তু অনেকেই চাকরি পাননি বলে অভিযোগ। ফলে অনেক জন আদালতে দ্বারস্থ হন । আদালতের নির্দেশ মত “ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটি ” গঠন করা হয় । তাঁরা একটি তালিকা তৈরি করে আদালতে জমা দেয় । সেই তালিকায় প্রায় কোম বেশি পাঁচ হাজার নামের তালিকা দিলেও তার মধ্যে কারা যোগ্য, তা নির্দিষ্ট করে বলা হয়নি। এর ফলে এই মামলা নিয়ে দীর্ঘ শুনানি হয় সুপ্রিম কোর্টে।
সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন –::: এখানে ক্লিক করুন :::– |
আগামী ২১ শে জানুয়ারি ঐ মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেখান , প্রাথমিকে শিক্ষকতার ক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের মধ্যে কারা যোগ্য, ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে তার একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের বেঞ্চ । এই মামলার পরবর্তী শুনানি হবে পাঁচ সপ্তাহ পর ।
আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিসে ওই যাচাইয়ের কাজ করতে হবে।
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন পে কমিশন নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন ডীএ নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন পে কমিশনের ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেতে এখানে ক্লিক করুন |
wbnabaparay organiser teacher slp.no14897/2008 rekutment somparkhe bolun!
no