Primary RTI 3929 Court Case- কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়,গত 26th September, 2022,তারিখে নির্দেশ দেন, পর্ষদকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ করতে হবে। তাঁর পর্যবেক্ষণ ছিল, এই শূন্যপদের অধিকার ২০১৪ সালের টেট উত্তীর্ণদের। তাই এই কেসের মামলাকারীদেরকে নিয়োগ করতে হবে। পর্ষদ এবং ২০১৭ সালের টেট উর্ত্তীর্ণদের একাংশ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গত 11.11.2022 তারিখে মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রায় সম্পূর্ণ রায়কেই বহাল রাখেন, কিন্তু এর সঙ্গে ডিভিশন বেঞ্চ জানায় শুধুমাত্র মামলাকারীদের নয় , সমস্ত ২০১৪ টেট পাসদের থেকে নিয়োগ করতে হবে।
"That the Order dated 26th September, 2022 of the Hon’ble Single Bench stands modified to the effect that the appointments to the remaining 3929 vacancies be extended to all remaining TET-2014 candidates, including the writ petitioners, in the descending order of their inter se positions in the TET Eligibility List of 2014
“
এর পর এই মামাল সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়! গত মে মাসে হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। আজকে ফের এই মামলার শুনানি ছিল!
Primary RTI 3929 Court Case
আজ বুধবার সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ANIRUDDHA BOSE এবং C.T. RAVIKUMAR এর বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল!আজকে, প্রাথমিকের ৩৯২৯ শূন্য পদে নিয়োগের মামলার শুনানি ফের পিছিয়ে! এই মামলার পরবর্তী শুনানি হবে ২ সপ্তাহ পরে বলে জানা গিয়েছে! আজকে শীর্ষ আদালত নির্দেশ দেন, আগামী ২ সপ্তাহ পরে ফের যখন জুলাই মাসে এই মামলাটি ফের শুনানি হবে তখন এই মামলাটি প্রাথমিক শিক্ষক নিয়োগের মূল মামলার সঙ্গে জুড়ে যাবে এবং শুনানি হবে!
"List along with SLP(C) No. 22850 of 2022 and SLP(C) No. 22774 of 2022 after two weeks.Let the defects pointed out by the Registry in I.A. D. No. 124126 of 2023 and 121687 of 2023 be cured before listing on that date."
Click Here to download court order copy.
আরও ডিটেলস | এখানে ক্লিক করুন |
পিডিএফ ফাইল | এখানে ক্লিক করুন |