প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি কোন নিয়ম মেনে বা ফর্মুলা মেনে হবে তা এখন ঠিক হল না। তাঁর পরেও লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন DPSC শিখকদেরকে দিয়ে ফর্ম পূরণ করানো হচ্ছে। ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে বেপক ভাবে বিদ্রোহ দেখা দিচ্ছে।
এই ফর্ম কেন পূরণ করা হবে তাঁর কোনও উত্তর নেই DPSC দের কাছে। DPSC থেকে যখন শিক্ষকেরা জানতে চাইছেন যে কোন নিয়ম মেনে তাঁদের বেতন বৃদ্ধি করা হবে তখন DPSC আধিকারিকরা জানাচ্ছেন যে এই বিষয়ে তাঁদের কাছে কোনও উত্তর নেয়।
এর মাঝে হুগলী DPSC একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছেন । তাঁরা শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়ে বেতন বৃদ্ধি বিষয়ে clarification চেয়েছেন ।
কারণ প্রাথমিক শিক্ষকদের বেতন এর দিকে লক্ষ্য করলে দেখা যাবে তাঁদের গ্রেড পে শুধু ২৩০০ বা ২৬০০ নয় । কারুর ২১০০,২৮০০,২৯০০ এবং ৩১০০ ও আছে ফলে তাদের কি হবে সেই বেপারে কিছুই আগের নির্দেশিকায় কিছুই বলা নেয়।
ফলে হুগলী DPSC এই পদক্ষেপ শিক্ষকদের মধ্যে গ্রহন যোগ্যতা বাড়বে বলে মনে করা হচ্ছে।