[Details] Primary Teachers Recruitment 2014-2017 – কোন জেলা থেকে কত নিয়োগ এবং ক্যাটেগরি হিসাবে কত নিয়োগ!very big news

10
695

Primary Teachers Recruitment 2014-2017– আপনারা জানেন গত 28-11-2022 তারিখে একটি নোটিশ জারি করে সেখানে তাঁরা জানায়-“এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 23.09.2022 তারিখে পাস করা গৌরবময় আদেশ মেনে, 2022 সালের W.P.A 7907-এ 2022 সালের CAN 1 এর সাথে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড ব্রেক আপলোড করছে। 2016 এবং 2020 সালে 42,949 এবং 16,500টি শূন্যপদের জন্য TET-2014 যোগ্য প্রার্থীদের তালিকাভুক্ত প্রার্থীদের ব্রেক আপ স্কোর (তালিকা সংযুক্ত) এবং তাদের নিয়োগের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল/প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের কাছে সুপারিশ করা হয়েছে।”

কিন্তু এই সামনে আসতেই বেশকিছু অনিয়ম ধরা পরে। সেখানে দেখা যায় মাধ্যমিকে,উচ্চ মাধ্যমিকে এবং ট্রেনিং এ বরাদ্দ নাম্বারের থেকে বেশকিছু চাকরি প্রার্থী বেশি নাম্বার দেওয়া হয়েছে! ঐ লিস্টে আরও অনেক অনিয়ম ধরা পরে। পর্ষদ ফের একটা নোটিশ দিয়ে জানায়-

“মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদেশ মেনে 23.09.2022 তারিখে W.P.A. 2022-এর CAN 1-এর সঙ্গে 2022-এর 7907, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 28-11-2022-এ যথাক্রমে 42,949 এবং 16,500টি শূন্যপদের বিপরীতে TET-2014 যোগ্য তালিকাভুক্ত প্রার্থীদের মার্কের ব্রেক-আপ প্রকাশ করেছে। এই ধরনের তালিকা প্রকাশের পর বোর্ডের নজরে এসেছে যে প্রকাশিত তালিকায় ত্রুটি/অসঙ্গতি রয়েছে। ”

Primary Teachers Recruitment 2014-2017

বোর্ড আরও জানায়- “যেহেতু বোর্ড সারা রাজ্যে ১১/১২/২০২২ তারিখে শিক্ষক যোগ্যতা পরীক্ষা-টেট ২০২২ (TET-2022) আয়োজন করতে চলেছে, তাই এই ধরনের অসঙ্গতিগুলি দূর করার এবং/অথবা এই জাতীয় ত্রুটিগুলি সংশোধন করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ১১/১২/২০২২ এর পরে ৷ এই বিষয়ে আরও বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে।

2017 সালে এবং ২০২০ সালে যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল ২০১৪ টেট পাশ থেকে , সেখানে প্রায় টোটাল ৫৬,৩১৬ জন শিক্ষককে নিয়োগ করে ছিল প্রাথমিক পর্ষদ।

কিন্তু আমরা এখানে ঐ লিস্ট থেকে কিছু তথ্য সংগ্রহীত করেছি। সেই সমস্ত তথ্য নীচে (Primary Teachers Recruitment 2014-2017) দেওয়া হল। যখন প্রাথমিক পর্ষদ নতুন নোটিশ জারি করবে, তখন সেই নতুন তথ্য আমরা নতুন পোষ্টে শেয়ার করবো। আপনারা এখানে ক্লিক করে সেই নতুন পোস্ট এবং নোটিশ (Primary Teachers Recruitment 2014-2017)দেখতে পারবেন।

Primary_Teachers_Recruitment_2014-2017
Primary_Teachers_Recruitment_2014-2017

THE RECRUITMENT PROCESS OF 2016 AGAINST 42,949 VACANCIES(কোন কোন জেলার কত সংখ্যক পরীক্ষার্থী চাকরি পেয়েছে!!!)

District NameCandidates NoRank{Maximum Candidates gets jobs}
1.SILIGURI47019
2.JALPAIGRRI205910
3.COOCHBEHAR166414
4.UTTAR DINAJPUR23338
5.DAKSHIN DINAJPUR112017
6.MALDA28585
7.MURSHIDABAD30814
8.NADIA27306
9.NORTH 24 PARGANAS48241(highest applicants gets job)
10.KOLKATA159116
11.SOUTH 24 PARGANAS39932
12.HOWRAH183012
13.HOOGHLY21839
14.PURBA MEDINIPUR98818
15.PASCHIM MEDINIPUR25297
16.BANKURA188111
17.PURULIA161415
18.BURDWAN31173
19.BIRBHUM176313
42,628
Primary Teachers Recruitment 2014-2017

নীচে একটি ক্যালকুলেটর আসবে সেখানে নিজের রোল নাম্বার পুট করলে রেজাল্ট দেখা যাবে, ব্রেক আপ মার্কস সহ।

WB_Primary_TET_Exam_2022
WB_Primary_TET_Exam_2022

WB Primary TET Exam 2022-পরীক্ষার হলে কি নিয়ে যাবেন এবং কি কি নেবেন না! প্রাইমারি টেটে কেমন হবে প্রশ্ন? নেগেটিভ মার্কিং থাকবে?-Click Here

42,949 শূন্য পদের নিরিখে GEN-21659 জন, SC-9899 জন, ST-939 জন , OBC-A-5304 জন OBC-B-4827 জন ,মিলিয়ে প্রায় সর্বমোট 42,628 জনকে প্রাথমিক শিক্ষক রূপে নিয়োগ করেছে ,প্রাথমিক পর্ষদ! সকল নোটিশ দেখতে হলে এখানে ক্লিক করুন

THE RECRUITMENT PROCESS OF 2020 AGAINST 16,500 VACANCIES(কোন কোন জেলার কত সংখ্যক পরীক্ষার্থী চাকরি পেয়েছে!!!)

District NameCandidates NoRank{Maximum Candidates gets jobs}
1.SILIGURI4819
2.JALPAIGRRI33912
3.COOCHBEHAR33013
4.UTTAR DINAJPUR16418
5.DAKSHIN DINAJPUR23217
6.MALDA9196
7.MURSHIDABAD15682
8.NADIA14344
9.NORTH 24 PARGANAS16471(highest applicants gets job)
10.KOLKATA23316
11.SOUTH 24 PARGANAS8278
12.HOWRAH31315
13.HOOGHLY7019
14.PURBA MEDINIPUR32914
15.PASCHIM MEDINIPUR15083
16.BANKURA10405
17.PURULIA53011
18.BURDWAN9087
19.BIRBHUM61810
13,688
Primary Teachers Recruitment 2014-2017

যদি আপনারা ৪২,৯৪৯ টি শূন্য পদের মতন ১৬৫০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ব্রেক আপ এবং কাট অফ স্কোর দেখতে চান এবং ১৬৫০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এখন কত শূন্য পদ পরে রয়েছে তাঁর হিসাব দেখতে চান তাহলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করুন,আমরা এই পেজে সেই তথ্য দিয়ে দেবো!

ডিসক্লেমার : এখানে যে তথ্য দেওয়া হয়েছে সেটা পর্ষদের জারি করা ২৮/১১/২০২২ তারিখের জারি করা নোটিশ অনুসারে দেওয়া। যেহেতু পর্ষদ এই ডাটায় কিছু ভুল বলে গত ২৯/১১/২০২২ তারিখে একটি নোটিশ জারি করেছে,তাই এখানে আমাদের দেওয়া তথ্য কিছু ভুল থাকতে পারে! তাই আপনারা প্রাইমারি সংক্রান্ত তথ্যাদির জন্য সংশ্লিষ্ট সংস্থার (WBBPE) সরকারি ওয়েবসাইট/নির্দেশিকা অনুসরণ করুন। 

10 COMMENTS

  1. এত সুন্দর ভাবে গুছিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,এভাবেই আমাদের পাশে থাকুন

  2. আমি ১৬৫০০ ব্রেক আপ মার্ক দেখতে চাই।
    আমার টেট রোল নম্বর ০৭৪০০৭৩৬২

  3. ১৬৫০০ এর মধ্যে আমার নম্বর কত হয়েছিল দেখতে চাই। রোল নম্বর -১৮০০১৪১০৭ , নাম- সুমন্ত বাগ

  4. 16500 এবং 42949 দুটোতেই আমার rank কত ছিল জানতে চাই।
    রোল নম্বর -060222302

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here