primary tet 2015 wrong ans court case latest news and updates

0
22

প্রাইমারি টেট ২০১৫ ভুল প্রশ্ন মামলার গতি প্রকৃতি

কবে হবে শিক্ষক নিয়োগ সেটা নিয়ে হাজার হাজার চাকরিপ্রার্থী মনে প্রশ্ন দানা বাঁধছে।বিভিন্ন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া তা থমকে আছে বিভিন্ন কোর্ট কেসে ।প্রাইমারি টেট ২০১৫ ভুল প্রশ্ন সুপ্রিমকোর্ট ফেরত যে মামলা ,শুধু ৫০০ জন কেন সুযোগ পাবে সবাই কেন সুযোগ পাবে না তা সুপ্রিমকোর্ট থেকে ফেরতএসে ৫.৪.২০১৯ কলকাতা হাইকোর্টের ৫ নং কোর্টে লিস্ট থাকলেও তা কবে উঠবে তা এখনও অজানাকারণ এখন কোর্টের যে কর্মবিরতি চলছে তা কখন শেষ হবে তা সময়ই বলতে পারবে।

20190419 213001
PRIMARY TET 2015 WRONG ANS COURT CASE NEWS

অন্যদিকে প্রতিভা মন্ডলের contempt of court order কেসটি জুন মাসে উঠতে পারে।সুপ্রিমকোর্ট এর ptti দের যে নিয়োগ করতে বলেছিল তাও এখনও আটকে আছে।সব মিলিয়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পুরো বিষয়টি এখন কোর্টের মধ্যে রয়েছে, কোর্ট যখন রায় দেবে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here