আগে যেমনটি জানা গিয়েছিল ঠিক তেমনটিই হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে। শেষ প্রাথমিকে নিয়োগ পরীক্ষা হয়েছিলো 2015 সালে এবং শেষ শিক্ষক নিয়োগ হয়েছিল 2017 সালের ফেব্রুয়ারি মাসে নাগাদ। এর পর ফের একবার ফর্ম ফিলাপ হলেও প্রাথমিকে টেট পরীক্ষা আর নেওয়া হয়নি। এর মাঝে বিগত টেট পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হল প্রশ্ন ভুল নিয়ে। যা নিয়ে মামলাও চলছে কোলকাতা হাইকোর্টে।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
কিন্তু এখন যে সমস্ত আপডেট বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে,দের এবার টেট পরীক্ষা নেওয়ার জন্য উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, দীর্ঘ চার বছর অপেক্ষার পর। জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে !
জানা গিয়েছে যে,পুরভোটের পর বা পূজোর সময় ফের একবার প্রাথমিকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে !
তবে নতুন টেট নিতে গেলে বেশ কিছু আগের সমস্যা রয়েছে সেই গুলোকে আগে রেকটিফিকিসন করতে হবে। যেমন আগে 2017 সালে আর একটা টেট নেওয়ার জন্য যে ফর্ম ফিলাপ হয়েছিল তাঁর কি হবে ? এর সঠিক উত্তর এখনও পাওয়া যায় নি।কিন্তু আপনারা জানেন এই নিয়ে আগেও যে সমস্ত খবরা খবর বেরিয়ে এসেছিল তাতে বলা হয়েছিল যে,নতুন চাকরিপ্রার্থীদের ফের একবার আবেদনের জন্য খোলা হতে পারে পোর্টাল।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বদলও আনা হচ্ছে। কিছু তথ্য সামনে এসেছে সেইগুলো হল ইন্টারভিউ প্রক্রিয়া তুলে দেওয়া হতে পারে। bed এবং nios deled দেরকে নিয়ে থাকতে পারে কিছু আপডেট !
এখনও অব্দি যে সমস্ত আপডেট বেরিয়ে আসছে তাতে মনে করা হচ্ছে যে,আসন্ন টেট পরীক্ষা 20,000 থেকে 25,000 শূন্য পদের জন্য নেওয়া হতে পারে !
NCTE নিয়ম মেনে রাজ্য সরকার নতুন টেট পরীক্ষা নেবে বলে জানা গিয়েছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
NCTE নিয়ম মেনে রাজ্য সরকার নতুন টেট পরীক্ষা নেবে বলে জানা গিয়েছে। আসন্ন টেট পরীক্ষা 30,000 থেকে 35,000 শূন্য পদের জন্য নেওয়া হতে পারে ! |