একদিকে মামলার জোটে আটকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হক এই নিয়ে কোলকাতা হাইকোর্টে মামলা।যার শুনানী ছিল আজ । এই মামলাটি বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে ওঠে । টেট সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আগামী বৃহস্পতিবার রাজ্য সরকার হাইকোর্টে জানাবেন । সেই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে ।
2017 সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখনও সেই পরীক্ষা নিয়ে উঠতে পারেনি সরকার। ncte গাইড লাইন অনুসারে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা বলা থাকলেও প্রায় 2 বছর হয়ে গেলেও এখনও সেই পরীক্ষা নেওয়া হয় নি । তাই কিছু চাকরিপ্রার্থী কোর্টে মামলা করেন যে অবিলম্বে টেট পরীক্ষা নেওয়া হোক।সেই মামলার শুনানী তে কোর্ট জানিয়েছে যে আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানী তে রাজ্য সরকার কে টেট নিয়ে তাদের কি পদক্ষেপ সেটা পরিস্কার করতে হবে।
এবং মনে করা সেই দিন হয়তো বা নতুন টেট এর দিনক্ষণ সামনে আনতে পারে রাজ্য সরকার।