PRIMARY WRONG ANS COURT CASE HEARING UPDATES

0
117

প্রাথমিকের টেট ২০১৫ নিয়ে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল । কিন্তু এর মধ্য গুরুত্বপূর্ণ অভিযোগটি ছিল প্রশ্ন ভুল নিয়ে । যা নিয়ে কোর্টে মামলাও হয়। সেই মামলা দীর্ঘদিন ধরে চলে কোলকাতা হাইকোর্টে । এর পর এই মামলা সুপ্রিমকোর্টেও যায়। হয় কোর্ট অবমাননার মামলাও ।

অবশেষে কোলকাতা হাইকোর্ট প্রতিভা মণ্ডলের ভুল প্রশ্ন , কোর্ট অবমাননার মামলায় রায় দিয়ে জানিয়ে দেয় যে,শ্রীঘ্রই মামলাকারীদের খাতা পুনঃ মূল্যায়ন করে যোগ্যদের চাকরীর ব্যবস্থা করতে হবে।

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–

সেই মত প্রাথমিক পর্ষদ খাতা পুনঃ মূল্যায়ন করে ১৩০ জন পাস হয়েছে বলে জানায় । এবং এর সঙ্গে একটি শূন্য পদের লিস্ট ও প্রকাশ করে । 

এর পর আরেকবার এক নোটিশ জারি করে ১৩০ জনের মধ্যে ৩৭ জনের ইন্টারভিউ এর নাম প্রকাশিত করে । যাদের ইন্টারভিউ এই বছরের ১৫ ই জানুয়ারি হয় বলে জানা গিয়েছে ।

এখন  প্রশ্ন হচ্ছে বাকিদের (১৩০ জনের মধ্যে) কবে ইন্টারভিউ  নেওয়া হবে ? এই নিয়ে কোর্টে মামলা চলছে । 

 

[নতুন শিক্ষক নিয়োগ বিধি প্রকাশিত হল ,বাংলায়                 পড়তে এখানে ক্লিক করুন]

এই মামলার সর্বশেষ যে শুনানি হয়েছে সেখানে এই প্রশ্ন তোলা  হয়েছে যে, কোন জিনিসের উপর ভর(নির্ভর)করে ঐ ৩৭ জন মামলাকারীর  ইন্টারভিউ এর নাম প্রকাশ করা হয়েছে ,মামলাকারীদের আইনজীবীর পক্ষ থেকে এই প্রশ্ন  কোর্টে করা হয়েছে ।

এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ই মার্চ দুপুর ২টার সময়  ধার্য করা হয়েছে ।ফলে সেই দিন হয়তোবা এই মামলার পরবর্তী আপডেট বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে । 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

20200228 170155এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ই মার্চ দুপুর ২টার সময়  ধার্য করা হয়েছে ।ফলে সেই দিন হয়তোবা এই মামলার পরবর্তী আপডেট বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here