Primary,graduate teachers salary,HM,AHM,TIC extra benefit in teachers ropa 2019

0
381

শিক্ষকদের রোপা প্রকাশিত ,নতুন কি রয়েছে শিক্ষকদের রোপাতে

[ THIS POST ARE COPY RIGHT PROTECTED,SHARE LINK BUT DON’T COPY PASTE THIS ARTICLE ]

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সরকার পোষিত এবং সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষকরা । প্রকাশিত হল শিক্ষক রোপা । কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে এই রোপাতে,আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী ক্ষেত্রে আসবে বলে জানা গিয়েছে। এখন যে রোপা প্রকাশিত হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা তুলে ধরছি আপনাদের কাছে।

মূল রোপা নেয় এই রোপা শিক্ষকদে জন্য লাগু হবে 1.1.2020 থেকে তবে শিক্ষকরা 1.1.2016 থেকে নোসোনাল ফিক্সটাশন পাবেন।কাদের জন্য এই রোপা লাগু হবে এবং কাদের জন্য লাগু হবে না তা পরিস্কার ভাবে উল্লেখ করা হয়েছে।

এই রোপা সমস্ত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দের জন্য লাগু হবে। সঙ্গে নন টিচিং স্টাফ ক্লাস 12 অব্দি বিদ্যালয়ের জন্য এই রোপা লাগু হবে।

এই রোপা পার্শ্ব শিক্ষকদের জন্য,পার্ট টাইম শিক্ষকদের জন্য,retired করেছেন 31th ডিসেম্বর 2015 তে বা তার আগে।তাঁদের জন্য নয়।

অপশন দিতে হবে এই রোপা পাবলিশ হওয়ার 3 মাসের মধ্যে। একবার অপশন নিলে পরে চেঞ্জ করা যাবে না।

ফিক্সাশন:–
বেসিক পে(গ্রেড পে+ব্যান্ড পে) কে 2.57 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেটাকে রাউন্ড অফ করতে হবে কাছা কাছি রুপিতে। এর পর পর ঐ ভ্যালু তা নিজের গ্রেড পে অনুসারে লেভেল এ দেখতে হবে, ওটা পেলে ভালো না হলে হাইযার ভ্যালু নিতে হবে।

ইনক্রিমেন্ট: 6 মাস সার্ভিস কমপ্লিট করতে হবে 1st জুলাইয়ে মধ্যে(joining year) এবং প্রত্যেক বছর 1 st জুলাই শিক্ষকরা এবং শিক্ষা কর্মীরা ইনক্রিমেন্ট পাবেন।

প্রমোশনাল ইনক্রিমেন্ট:- যদি শিক্ষক/শিক্ষা কর্মীর গ্রেড পে 4100 থেকে কম হয় ,তাহলে সে একটা ইনক্রিমেন্ট এবং একটা লেভেল পরিবর্তনের সুবিধা পাবেন।

এডিশনাল ইনক্রিমেন্ট :– HM/AHM/HT একটা এডিশনাল ইনক্রিমেন্ট পাবেন। তবে 10 বছর ঐ পোস্ট কমপ্লিট করতে হবে। এবং সর্বোচ্চ দুটি ঐ রকম ইনক্রিমেন্ট পাওয়া যাবে।

HM (higher secondary school ,GP 5400) এর শিক্ষক হলে 500 টাকা এডিশনাল ভাতা পাবেন।

TIC দের জন্য :: — TIC (secondary school) 200 টাকা অতিরিক্ত ভাতা এবং TIC (higher secondary school) হলে ভাতা 250 টাকা করে পাবেন।

HM OF PRIMARY SCHOOL ::– অতিরিক্ত 400 টাকা করে ভাতা পাবেন।

***HM বা AHM দের উপরিউক্ত ভাতা গুলো তে কোনো DA/HRA যুক্ত হবে না। এটা একটা ভাতা হিসাবে বিবেচ্য। উপরিউক্ত ভাতা গুলো বেতনের সঙ্গে আলাদা ভাবে যুক্ত হবে।

কোনও এরিয়ার পাবেন না। HRA 12 % সর্বোচ্চ 12000 টাকা পাবেন। MA 500 টাকা পাবেন।

Annexure -1 এ পে বেন্ড এর কিছু পরিবর্তন করা হয়েছে । যেমন পে বেন্ড 1 এ 4900 থেকে 16200,গ্রেড পে 1700 রাখা হয়েছে।

পে বেন্ড 2 5400 থেকে 25200 ,গ্রেড পে 1800,1900 রাখা হয়েছে।

পে বেন্ড 3, 7100 থেকে 375600,তে অনেক গ্রেড পে ইনক্লুশন করা হয়েছে। গ্রেড পে,2100,2300,2600,2900,3200,3600,3900,4100

পে বেন্ড 4 , 9000 থেকে 40500,গ্রেড পে,4400,4600 করা হয়েছে।
পে বেন্ড 4A ,15600 থেকে 42000,গ্রেড পে,4800,5400

যদিও এখনও গ্রাজুয়েট এবং প্রাথমিক শিক্ষকদের বর্ধিত বেতনের হার কি হবে বা কিছু পরিবর্তন হবে কি না তা আমরা পরবর্তী ক্ষেত্রে কোনও আপডেট আসলে তা আপনাদের কে জানাবো ।। তাই নিয়মিত এই ওয়েবসাইট টি ভিজিট করুন।


CLICK HERE TO CALCULATE YOUR SALARY IN 6TH PAY COMMISSION

6TH PAY COMMISSION SALARY CALCULATORS

CLICK HERE TO GET MORE 6TH PAY COMMISSION NEWS

CLICK HERE FOR MORE UPDATE ABOUT OPTION FORM

[ THIS POST ARE COPY RIGHT PROTECTED,SHARE LINK BUT DON’T COPY PASTE THIS ARTICLE ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here