শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে মিলল না সমাধান, জারি শিক্ষকদের অনশন

Primary_school_teachers_Salary_hike
Primary_school_teachers_Salary_hike

কিছুক্ষণ আগে ঠিক দুপুর ৩ টের সময় শিক্ষামন্ত্রী অনশনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। মনে করা হয়েছিল যে আজ হয়তো বা এই আলোচনা সভা থেকে প্রাথমিক শিক্ষকদের জন্য কিছু সুখবর উঠে আসবে।

 

কিন্তু না তেমনটি হল না।শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে মিলল না কোনও সমাধান  সুত্র , জারি শিক্ষক বিদ্রোহ-অনশন।

শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকেও সমাধান সুত্র না মেলায়  শিক্ষকদের বেতন   বৃদ্ধি জট না কাটায় অনশন আগামী দিনেও জারি থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধি দল ৷ যদিয় তাঁরা সেট কমিটির সঙ্গে আলোচনার পর তাঁদের অনশন নিয়ে মতামত জানবে বলে জানা গিয়েছে।

 

৫ সদস্যের প্রতিনিধি দল একটি প্রতিনিধি দলকে এই দিন আলোচনার জন্য ডেকে পাঠান শিক্ষামন্ত্রী। অনশনরত শিক্ষকদের যে দুটি মূল দাবি যোগ্যতা অনুসারে বেতন বৃদ্ধি এবং ১৪ জন শিক্ষকের অনৈতিক বদলি করা হয়েছিল তাঁদেরকে পুনরায় নিজেদের স্কুলে ফিরেয়ে আনা।শিক্ষকদের দু’টি দাবি পূরণ না হওয়ায় অনশন কর্মসূচি আগের মতোই জারি থাকবে বলেও জানানো হয়েছে শিক্ষকদের তরফে৷

 

সেই সমস্ত দাবি নিয়ে আজ কোনও সমাধান সুত্র বেড়িয়ে আসলো না।  এখন দেখার বিষয় সরকার কবে এই নিয়ে চিন্তা ভাবনা করে এবং শিক্ষকদের এই অনশন কবে উঠে । কারণ আজ এই অনশন অষ্ঠম দিনে পা দিল।