শিক্ষকদের এই অনমনীয় আন্দোলনের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয় নিয়ে আলোচনার জন্য উস্থির কর্মকর্তাদের বিধানসভায় ডেকে পাঠিয়েছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে উস্থির রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাসের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বাকি আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা এখন রানি রাসমনিতে অবস্থানে রয়েছেন , তাঁদের সাফ দাবি তাঁদের চাই পিআরটি স্কেল অর্থাৎ গ্রেড পে ৪২০০ এবং পে ব্যান্ড ৯৩০০ – ৩৪৮০০ । এখন দেখার, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কি সিদ্ধান্ত হয়, তারপরেই আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
আজ মিছিল ধর্মতলায় অভিমুখে এগোতেই ব্যারিকেড গড়ে তুলে শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ৷ কিন্তু, শিক্ষক বিদ্রোহের আগুনে ভেঙে যায় ব্যারিকেড৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ায় শিক্ষকারা এবং গ্রেপ্তার করা হয় শিক্ষকদের । গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশ ব্যারিকেড ভাঙ্গে শিক্ষকেরা বলে জানা যায় ।
Kolkata: Police detained state government primary teachers who were protesting outside West Bengal Assembly demanding revision in their pay scale. pic.twitter.com/SGYqKtbyim
— ANI (@ANI) June 24, 2019