This Post Contents
Big Big News Came Today About “Ration Card Online Application In West Bengal“.Now Live Link Provide For “Subsidised Ration Card Online Application In West Bengal“.Latest News and Updates Are Out Today About Ration Card Online Application.Subsidised Ration Card Online Application.
Subsidised Ration Card Online Application In West Bengal
এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে অনলাইনে রেশন কার্ডের আবেদন নিয়ে।কিছু দিন আগে রাজ্য সরকার অফলাইনে ভর্তুকিহীন রেশন কার্ডের আবেদনের লিঙ্ক দিয়েছিল। সেখানে থেকে রাজ্য বাসি ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করেছিল। অর্থাৎ কেউ যদি রেশন কার্ডকে একটি পরিচয় পত্র হিসাবে ব্যবহার করতে চায় তাহলে হলে সে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আলাইনে আবেদন করতে পারত। এখানে ক্লিক করে সেই সম্পর্কে বিষদে জানতে পারবেন।
এবার রাজ্য সরকার একটি লিঙ্ক দিয়েছে সেখানে ভর্তুকিযুক্ত রেশন কার্ডের আবেদনের লিঙ্ক দিয়েছে । সেখানে থেকে রাজ্য বাসি Subsidised Ration Card Online Application করতে পারবেন। নীচে এর সম্পূর্ণ তথ্য দেওয়া হল।
Step 1
Open West Bengal Ration Website wbpds.gov.in or Click Here
Step 2
আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নম্বর দেবেন।
Step 3
এর পর আপনাকে আপনার পছন্দের ঘরটি সিলেক্ট করতে হবে । অবশ্যই খেয়াল রাখবেন ভর্তুকিযুক্ত রেশন কার্ডের জন্য Subsidized ঘরটি সিলেক্ট করবেন।
Step 4
এর পর আপনাকে সারটিফাই করতে হবে ।
Step 5
এর পর আপনার সমস্ত তথ্য দিতে হবে। যেমন আপনার গ্রাম, থানার নাম, ব্লক, রেশন দোকান ,ফেমিলির তথ্য।
Step 6
এর পর সমস্ত ডকুমেন্টর ছবি আপলোড করতে হবে । যেমন Aadhar Card ,Epic Card ,,Pan Card,Birth Certificate .
Step 7
এর পর Get Otp তে ক্লিক করতে হবে এবং এর পর Submit Otp (*all data are provide here is correct) ক্লিক করতে হবে । তাহলেই আপনার আবেদনটি জমা হয়ে যাবে।
Scheme | Subsidized Ration Card Online Application In West Bengal |
State | West Bengal |
Department | DEPARTMENT OF FOOD AND SUPPLIES |
Link (Official) | wbpds.gov.in |
FAQs
অনলাইনে কি রেশন কার্ডে জন্য আবেদন করা যাবে ?
হ্যাঁ যাবে। এখানে সমস্ত তথ্য দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে ভর্তুকিযুক্ত রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে ?
হ্যাঁ যাবে।
পশ্চিমবঙ্গে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে ?
হ্যাঁ যাবে।
পশ্চিমবঙ্গের রেশন কার্ডের আবেদনের অফিশিয়াল সাইট কোনটি ?
wbpds.gov.in
কিভাবে আমি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবো ?
অফিসিলায় সাইট ভিজিট করে আপনি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। অথবা আমাদের সাইট www.wbedu.in ভিজিট করেও তথ্য জানতে পারবনে।
পশ্চিমবঙ্গের রেশন কার্ডের আবেদনের জন্য কি মোবাইল নাম্বার লাগবে ?
অবশ্যই লাগবে ।
Raition card