কিছু দিন আগেই মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক সভায় জানিয়েছিলেন অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কোনও দপ্তর নিজের মতো করে কাউকে নিয়োগ করতে পারবে না।
সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হল, অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনও পুরসভাতেই কোনও অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না। আর তা করা হলে, তাঁদের বেতনের ভার নেবে না রাজ্য সরকার।
১৯ আগস্ট,মুখ্যমন্ত্রীর সামনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, পুরসভায় কাজের নাম করে কেন অর্থদপ্তরের অনুমতি ছাড়াই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। মূখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েদেন যে,যাদের নিয়োগ করা হচ্ছে, তাঁদের নিয়োগটাই বেআইনি !
রাজ্য সরকারের এই নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন বাংলার কয়েক হাজার অস্থায়ী কর্মী৷ নিয়োগ বেআইনি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ হারাতে চলেছেন বাংলার কয়েক হাজার অস্থায়ী কর্মী! এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷
অর্থদপ্তরের থেকে পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, অর্থদপ্তরের অনুমোদন ছাড়া কোনও দপ্তর কর্মী নিয়োগ করতে পারবে না। নিয়োগ করতে হলে আগে অর্থদপ্তরের অনুমোদন লাগবে।