কিছু দিন আগেই Lost increment দেবার জন্য নোটিফিকেশান জারি করেছিল বিকাশ ভবন। সেখানে বলা হয়েছিল যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকিরা ২০০৬ থেকে ২০০৯ এর মধ্যে শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন কিন্তু বিএড ট্রেনিং না থাকায় তাঁরা increment পাচ্ছিলেন না তাঁদের কে ১.০৭.২০১৫ অব্দি increment দেবার কথা বলা হয়েছিলে। পরে সেই নোটিশটি আরও কিছু সময় পর্যন্ত বাড়ানো হয় এবং বলা হয় যে ২০০২ এবং ২০০৫ এর মধ্যে নিযুক্ত শিক্ষক শিক্ষিকিরাও এই সুযোগ পাবেন।
এবার ঐ সমস্ত শিক্ষক শিক্ষিকা “Rectification of basic pay” এর জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে HOI কে ৩১.০৮.২০১৯ এর মধ্যে। কি কি লাগবে তা নোটিশে বলা আছে।
এই নোটিশটা বাঁকুড়া (DI SE) আপনাদের নিজেদের DI অফিস বা স্কুল এর মেল আইডি চেক করুন কিছু দিনের মধ্যে চলে আসবে।