টানা দু’মাসের ছুটি দেওয়ার রাজ্য সরকারি ঘোষণার পর থেকে নানা মহল থেকে আসছিল সমালোচনার ঝড়৷ লাটে উঠেছিল পঠনপাঠন৷ মিডডে মিল বন্ধ নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন৷ রাজ্যজুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে আগেই সিদ্ধান্ত থেকে পিছু হটল রাজ্যের শিক্ষা দপ্তর৷
১০ জুন খুলে যাচ্ছে সরকারি ও বেসরকারি সব স্কুল। আগেই সিদ্ধান্ত হয়েছিল জুনের মাঝামাঝি খুলবে স্কুল। এদিন তাতে সিলমোহর পড়ল। ১০ জুন খুলছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সব স্কুল।
মঙ্গলবার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পর্ষদ সভাপতি। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলেই গরমের ছুটি কমবে। জুনের মাঝামাঝি সময়ই খুলে যাবে সমস্ত বিদ্যালয়।