!! সুখবর !!
রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করা হল ৷ সোমবার নবান্ন থেকে এই বিষয়ে জারি করা হয়েছে নির্দেশিকা ৷ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই ক্যাটাগরিতেই বেতন বৃদ্ধি করা হবে ৷
তবে এর জন্য কিছু নির্দেশিকা জারি করেছে নবান্ন।সেগুলি হল পরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে ৷ পাশাপাশি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের নামে এফআইআর দায়ের করা হবে ৷
বছরে ৩% ইনক্রিমেনট দেওয়া হবে এবং সেটা প্রত্যেক বছর জুলাইয়ে দেওয়া হবে। এছারাও টার্মিনাল বেনিফিট হিসাবে ৬০ বছরের পর ৩ লাখ টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এছাড়া ৬০ বছরের আগে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে তার উত্তরাধিকারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে ৷ তারা স্বাস্থ্য সাথী সুবিধা থেকে বছরে ৩০ দিনের ছুটি এবং তার সঙ্গে ১০ টি দিন মেডিকেল ছুটি পাবেন। এছাড়া মহিলা কর্মচারীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন।
তাঁদের বেতন বৃদ্ধির যে তালিকা প্রকাশ করেছে সেটি নীচে দেওয়া হলে। সরকার অধীনস্থ সংস্থার গ্রুপ ডি ও গ্রুপ সি ক্যাটাগরির কর্মীদের নতুন বেতনক্রম ।