২০২০-২০২১ বর্ষের জন্য f Mid Day Meal(মিড-ডে মিলের) cooking cost(রান্নার খরচের) জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হল ১০.৯৯% হারে। আগে প্রাথমিক স্কুলের জন্য বরাদ্দ ছিল ৪.৪৮ টাকা সেটা বাড়িয়ে ৪.৯৭ টাকা করা হয়েছে। উচ্চ প্রাথমিকের জন্য আগে ছিল ৬.৭১ টাকা সেটাকে বাড়িয়ে ৭.৪৫ টাকা করা হয়েছে।
আগের নোটিশটি জারি করা হয়েছিল গত ২৪ শে জুন ২০১৯ সালে । যার রেট লাগু হবার কথা বলা হয়েছিল ০১.০৪.২০১৯ সাল থেকে।
আর এখন যে নোটিশটি জারি করা হয়েছে সেটা জারি হয়েছে ১৪ ই এপ্রিল ২০২০ সালে । যার রেট লাগু হবার কথা বলা হয়েছিল ০১.০৪.২০২০ সাল থেকে।
এখনকার নোটিশটি ডা উ ন লোড করতে নীচে ক্লিক করুন।↓
[su_button id=”download” url=”http://mdm.nic.in/mdm_website/Files/Cooking_Cost_Revision/Revision%20%20of%20Cooking%20Cost_14April2020.pdf” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]
CLICK HERE FOR JULY INCREMENTS SALARY CALCULATORS AFTER PAY COMMISSION
CLICK HERE FOR PRIMARY TEACHERS RECRUITMENT AND COURT CASE
CLICK HERE FOR UPPER PRIMARY TEACHERS RECRUITMENT AND COURT CASE