rksy 2 ration card facilities ,West Bengal rksy 2 benefits

2
722

Rksy 2 Ration Card Facilities ,west Bengal Rksy 2 Benefits.

rksy 2 ration card facilities,West Bengal rksy 2 benefits.West Bengal Public Distribution System.Rksy 2 ration card details.Here we duscuss all details about rksy 2 ration card facilities.

 

রাজ্য সরকার এই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। একদিকে যে সমস্ত অভিবাসী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কর্মসূত্রে আটকে পড়েছেন তাঁদের প্রত্যেকে 1000 টাকা করে অনুদান দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তাঁর জন্য ওই সমস্ত বাইরে আটকে পরা অভিবাসী শ্রমিকদের মোবাইল aap এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি জানতে এবং এপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অন্য দিকে রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের জন্য “প্রচেষ্টা প্রকল্পের” নামে একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। সেখানে শ্রমিকদেরকে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে। সম্পূর্ণ তথ্য জানতে এবং ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

আজ একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর থেকে। এই জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জন অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। এই নোটিশটি নিচে দেওয়া আছে । এই নোটিশে বলা হচ্ছে যে,RKSY-2 কার্ড ধারকেরা অন্যান্য কার্ড (যেমন RKSY-1,SPHH, PHH,AAY) এর মতন 5kg করে চাল পাবে প্রত্যেক মাথা পিছু ,প্রত্যেক মাসে। এবং এটা আগামী তিন মাস পাবেন। অর্থাৎ1st মে থেকে 31th জুলাই অব্দি।

 

 

West Bengal rksy 2 benefits
West Bengal rksy 2 benefits

 

রাজ্য সরকার আগেই রেশন ফ্রি তে দেওয়া নিয়ে নোটিশ জারি করেছিল। কিন্ত সেখানে RKSY-2 কার্ড হোল্ডারদের কোনও কিছু ফ্রি ছিল না।ফলে ঐ সমস্ত RKSY -2 CARD হোল্ডার খুব দুশ্চিন্তায় ভুগছিলেন।আজ এই ঘোষণার ফলে তাঁদের দুশ্চিন্তা অনেকটা কাটলো বলে মনে করা হচ্ছে।

 

For More information about rksy 2 ration card facilities click here or visit govt official site https://wbpds.gov.in/

 

To download above notice link will appear below. নিচে ক্লিক করুন RKSY -2 CARD সম্পর্কিত notice download করতে

[su_button id=”download” url=”https://1drv.ms/u/s!AqK7kIoRj3Sgg39cRwYQJg9dmCd9″ target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]

 

rksy 2 ration card facilities
rksy 2 ration card facilities

#AAY(অন্ত্যোদয়)- অন্ত্যোদয় অন্ন যোজনা- বিনামূল্যে ৫ কেজি করে চাল মে মাস থেকে ।

# SPHH(এসপিএইচএইচ)- স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড -বিনামূল্যে ৫ কেজি করে চাল মে মাস থেকে ।

# PHH(পিএইচএইচ)- প্রায়োরিটি হাউস হোল্ড-বিনামূল্যে ৫ কেজি করে চাল মে মাস থেকে ।

# RKSY -I (আরকেএসওয়াই-১)- রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের ,এক নম্বর -বিনামূল্যে ৫ কেজি করে চাল মে মাস থেকে ।

# RKSY -II(আরকেএসওয়াই-২)- রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের ,দু নম্বর-বিনামূল্যে ৫ কেজি করে চাল মে মাস থেকে ।

RATION CARD নিয়ে আরও বিস্তারিত তথ্য খবরাখবর পেতে এখানে ক্লিক করুন।

Joy Bangla Pension Scheme 2020 Pdf Website From Apply Online

 

How to use sneher parash mobile application

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here