ন্যূনতম পেনশন বাড়িয়ে ৮৫০০ টাকা করার প্রস্তাব ,গ্র্যাচুইটির ও বাড়ছে ,রোপা ২০১৯ ফর পেনশনার কবে ?

0
32

This Post Contents

গত কয়েক দিন ধরে 6th pay commission নিয়ে একের পর এক আপডেট আসছে। প্রথমে সমস্ত কর্মচারীদের জন্য রিভিউ অফ পে এন্ড আলাউন্স ROPA 2019 প্রকাশিত হয়েছে। এর পর তার পার্ট হিসাবে শিক্ষকদের জন্য, পেনশন হোল্ডার দের জন্য, বিভিন্ন আরও কর্মচারীদের জন্য ROPA 2019 প্রকাশ করা হবে। তবে ROPA 2019 এর প্রথম পার্ট হিসাবে এই সপ্তাহে পেনশন হোল্ডার দের জন্য ROPA 2019 ফর পেনশনার প্রকাশিত হতে চলেছে বলে খবরে প্রকাশিত হয়েছে।

TO KNOW YOUR SALARY ACCORDING 6TH PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

FOR NEW JOBS SALARY ACCORDING 6TH PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

FOR ALL EMPLOYEE 6TH PAY SALARY CALCULATORS AND NEWS CLICK HERE

 

 

কি রয়েছে ঐ ROPA 2019 FOR PENSION টিতে:–

1) নূন্যতম পেনশন যেটা আগে ছিল 3300 টাকা সেটা বাড়িয়ে 8000 টাকার উপরে করতে চলেছে রাজ্য সরকার।

2) সর্বোচ্চ পেনশন বাড়ানো হবে বলে খবর এ প্রকাশিত হয়েছে।

3) এখন সর্বোচ্চ পেনশন ছিল 35,000 টাকা সেটাকে বাড়িয়ে 1,00,000 এর উপরে করার চিন্তা ভাবনা চলছে বলেও জানা গিয়েছে।

4) আগেই মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এবার থেকে কর্মচারীরা গ্র্যাচুইটির 6,00,000 এর জায়গায় 12,00,000 পাবেন।

5) তবে ঐ 12,00,000 টাকা কবে থেকে দেওয়ায় হবে সেটা নিয়ে কিছু ঘোষণা হয় নি।

6) তবে মনে করা হচ্ছে যে,ঐ গ্র্যাচুইটির পেনশনার দের 1.1.2016 থেকে হিসাব করে দেওয়া হবে। ফলে ঐ 1.1.16 থেকে 1.1.2020 মধ্যে যারা অবসর নিয়েছেন বা নেবেন তাঁদের একটা বকেয়া গ্র্যাচুইটির থাকার কথা।

7) পেনশন এর জন্য পে মেট্রিক্স বের হবে সেখানে কর্মচারীদের মতন বেতন ফিক্স হবে।

পেনশন ক্যালকুলেটার দিয়ে 6th pay comission এ পেনশন হিসাব করতে এবং নতুন পে মেট্রিক্স ফর পেনশন দেখতে এই ওয়েবসাইটি নিয়মিত ফল করুন আপডেট আসলে সবার আগে আপনাদেরকে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here