ইতিমধ্যে মূল ROPA 2019 প্রকাশিত হয়েছে। সেখানে রাজ্য
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির যাবতীয় হিসাব নিকাশ দেওয়া
হয়েছে। যদিও মূল ROPA 2019 এর একটি অংশ হিসেবে শিক্ষকদের
জন্য রোপা বের হবার কথা কিন্তু সেটা এখনও বের হয়নি।
এইদিকে যত দিন “ROPA 2019 FOR TEACHERS” প্রকাশিত
হচ্ছে, তত দিন শিক্ষকরা নিজেদের পে কমিশনের বর্ধিত
বেতনের হিসাব নিকাশ করতে পাচ্ছেন না। কারণ শিক্ষকদের
যাবতীয় বেতনের হিসাব এর ক্যালকুলেসন ঐ “ROPA 2019 FOR
TEACHERS” দেখে হবে। মূল ROPA 2019 যেটা প্রকাশ
পেয়েছে সেখানে কিছু বেসিক হিসাব দেওয়া আছে কিন্তু
ডিটেইলস হিসাব দেওয়া নেয়। যেমন চাকরী জীবনে
10,18,20 বছর পূর্ন হলে আগের মতন
শিক্ষকরা বেনিফিট পাবেন না সেটা পরিবর্তন করা হবে।
অপর দিকে হেড টিচার্স দের জন্য,TIC দের জন্য বিশেষ কিছু
সুবিধা এই পে কমিশনে থাকবে কি না সেটাও দেখতে হবে। সঙ্গে
দেখতে হবে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন বিষয়টি।
কারণ কিছু দিন আগেই প্রাথমিক শিক্ষকদের বেতন
বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ফলে
এই নিয়ে কিভাবে ঐ সমস্ত প্রাথমিকে শিক্ষকদের PAY FIXATION
করা হবে তা অবশ্যই “ROPA 2019 FOR TEACHERS” এ
উল্লেখ থাকতে হবে। কারণ প্রাথমিক শিক্ষকরা যে বেতন বৃদ্ধি
হয়েছে আগষ্ট এ সেটা অপশন নিতে পারবে কিনা না সেটাও
অবশ্যই উল্লেখ থাকতে হবে “ROPA 2019
FOR TEACHERS” এ। আবার প্রাথমিক শিক্ষকরা আন্দোলন
করছেন সঠিক হারে অর্থাৎ নির্দিষ্ট ফিটমেন্ট
ফ্যাক্টর অনুসারে বেতন বৃদ্ধি নিয়ে। সেই ফিটমেন্ট ফ্যাক্টর
এর কোনও উল্লেখ থাকবেকি না “ROPA 2019 FOR TEACHERS” এ
সেটাও দেখার। আবার তারা 01.01.2016 থেকে বর্ধিত
বেতনের অপশন নিতে পারবে কিনা সেটাও এখন প্রশ্ন চিহ্ন।
এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে “ROPA 2019 FOR TEACHERS”
এর মাঝে গ্রাজুয়েট শিক্ষকরা নিজের TGT SCALE দাবিতে
আন্দোলন করছেন। ফলে তাঁদের যে গ্রেড পে 4600 দাবি
সেটা দেওয়া হবে কি না সেটারও উল্লেখ থাকবে
“ROPA 2019 FOR TEACHERS” ! যদি দেওয়া হয়
তাহলে কবে থেকে তা দেওয়া হবে
তারও রূপরেখা থাকবে “ROPA 2019 FOR TEACHERS” এ !!
এখনও অব্দি যে সমস্ত খবর বেরিয়ে আসছে তাতে
খুব দ্রুত “ROPA 2019 FOR TEACHERS” প্রকাশিত হবে !!
যেটা খুব সম্ভবত এই সপ্তাহে প্রকাশিত হতে পারে!!
অপর দিকে “ROPA 2019 FOR TEACHERS” প্রকাশিত
হওয়ার পর OPTION BENEFIT
শিক্ষকদের দিতে হবে যার জন্য অনেক হিসাব নিকাশ দরকার।
কিন্তু এত দেরি হওয়ার ফলে স্বাভাবিক ভাবেই চিন্তিত
শিক্ষকরা। কারণ কিছু দিনের মধ্যেই মাধ্যমিক এর
টেস্ট পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলে স্কুলে
3RD SUMMATIVE EXAM চালু হয়ে যাবে। ফলে
“ROPA 2019 FOR TEACHERS” প্রকাশিত হওয়ার পর হাতে খুব বেশি
সময় পাওয়া যাবে না।
নিয়মিত পেজটি ভিজিট করুন যখনই “ROPA 2019
FOR TEACHERS” প্রকাশ পাবে যাবতীয় হিসাব নিকাশ
OPTION ফর্ম FILL-UP সব তথ্য আপনাদের সঙ্গে
SHARE করা হবে।