শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের

0
45

রাজ্যের সরকারি স্কুলে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য সুখবর ৷ বেতন নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের ৷ চুক্তিভিত্তিক শিক্ষকদের নূন্যতম বেতন বৃদ্ধি বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ৷স্থায়ী শিক্ষকের বেসিক বেতনের সমান বেতন পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরা ৷ এর ফলে তাঁদের বেতন অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সমস্ত সরকারি স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা পাবেন স্থায়ীদের মতো ন্যূনতম বেসিক পে। ২০১৪ সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন কিছু চুক্তিভিত্তিক শিক্ষক।আজ সেই মামলাতে,দীর্ঘ ৫ বছর পর বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের কলকাতা হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন যে তাঁরা স্থায়ীদের মতো বেতন পাবেন।এই নির্দেশ শুধু শিক্ষকদের জন্যই নয় ,লাগু হবে চুক্তিভিত্তিক অন্যান্য শিক্ষাকর্মীর উপরও ৷

বহুদিন ধরেই রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের অভিযোগ জানিয়ে আসছিলেন যে, তাঁদের স্থায়ী শিক্ষকদের সমান কাজ করানো হলেও বেতন প্রায় অনেকগুণ কম ৷

তাঁরা দীর্ঘ দিন ধরে সম কাজে সম বেতনের দাবি করছিল,সেই নিয়ে বহুদিন ধরেই চলছিল আন্দোলন এবং এর জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল ।

আজ সেই মামলার রায় এর পরিপ্রেক্ষিতে কোলকাতা হাইকোর্ট জানিয়েদিয়েছে যে, তাঁদের কেও সমান বেতন দিতে হবে স্থায়ীদের মতন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here