প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যে নোটিশ জারি করেছিল বিকাশ ভবন সেখানে শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা বলা হলেও সেটা কোন নিয়ম মেনে বা কি ফর্মুলা প্রয়োগ করে করা হবে তার কোনও নোটিশ বা গভঃ সারর্কুলার কিছুই এখনও পাবলিশ হয় নি।
এর মাঝে বিকাশ ভবন থেকে যে পে ফিক্সেশন নিয়ে সমস্ত ডিপিএসসি কে নোটিশ পাঠানো হয় এবং বলা হয় আগস্টের মধ্যে যেন হিসাব কমপ্লিট করা হয়।
কিন্তু কোন নিয়মে বেতন বাড়বে প্রাথমিক শিক্ষকদের তা এখনও পরিষ্কার নয়। শিক্ষকদের অভিযোগ নির্দিষ্ট কোনও ফর্মুলা না দিয়ে এখন বিভিন্ন ডিপিএসসি নোটিশ জারি করছে এবং শিক্ষকদের কাছ থেকে বেতন বৃদ্ধি নিয়ে ডকুমেন্ট এবং লেটার সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে।
***নোটিশ সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা।
ঐ সমস্ত নোটিশ নিয়ে শিক্ষকদের মধ্যে আবারও বিক্ষোভ দানা বাঁদছে । ইউইউপিটিডব্লিউএ এর শীর্ষ নেতা সন্দীপ ঘোষ গত কাল সোশ্যাল মিডিয়ায় নিজের অভিমত জানিয়েছেন।
***সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা।
বিভিন্ন শিক্ষকদের জানাচ্ছেন যে যদি নির্দিষ্ট “ফর্মুলার(ফিটমেণ্ট ফ্যাক্টর)” বা “PAY PROTECTION” নিয়ে সরকারের তরফে যদি কোনও নোটিশ পাবলিশ না করা হলে তাঁরা কোনও ফর্মেট এ সহি(sign) করবেন না।
আপনাদের সুবিধার্থে সাম্ভাব্য একটি “PAY FIXATION” এবং শুধু গ্রেড পে বৃদ্ধি পেলে কতো বেতন বৃদ্ধি পাবে তার জন্য একটি CALCULATOR নীচে দেওয়া হল।প্রথমে এক্সেল সীট দেওয়া হয়েছে সেখানে গ্রেড পে এবং নির্দিষ্ট ফর্মুলা প্রয়োগ করা হয়েছে।
এই এক্সেল ফাইলটি দরকার পড়লে কমেন্ট করবেন।
কিছু ক্ষণ পরে এখানে ক্লিক করে ঐ ফাইল টা DOWNLOAD করতে পারবেন
নীচের ক্যালকুলেটর টি একটি নির্দিষ্ট ফিটমেণ্ট ফ্যাক্টর দিয়ে হিসাব করা আছে । সেখানে আপনি আপনার বর্তমান গ্রেড পে ২৩০০ হলে ২৯০০ সিলেক্ট করবেন এবং বর্তমান গ্রেড পে ২৬০০ হলে ৩৬০০ সিলেক্ট করবেন । তারপর আপনার জুলায়ের (২০১৯) বেসিক পে ( INCREMENT এর পর যে নতুন বেসিক পে হবে সেটা) পুট করবেন ।
:Disclaimer:
***THIS IS NOT ANY OFFICIAL UPDATES***
এখনও সরকারের তরফ থেকে কোনও ফিটমেণ্ট ফ্যাক্টর প্রকাশ করা হয়নি। সেই ফর্মুলা প্রকাশ করলে তা সর্ব প্রথম আপনাদের জন্য তা আমরা আপনাদের জন্য আনবো। তাই নিয়মিত এই ওয়েবসাইটটি ফল করুন ।
প্রাথমিক শিক্ষকরা কি 3600 grade pay ধরে 01/01/2020 বেতন পাবে?নাকি 2600 ধরে।please যদি জানান।আর এ বিষয়ে একটি update YouTube এ দেন।
EKHONO OBDI JA KHOBOR 2600 DHORE