Breaking:School and Colleges will be closed till 10th June in West Bengal
বাড়ছে লকডাউন, ১০ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ: মুখ্যমন্ত্রী
বাড়ছে রাজ্যে লকডাউনের মেয়াদ ৷ একইসঙ্গে ১০ জুন অবধি স্কুল কলেজ বন্ধ রাখার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার নবান্নে করোনা নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,যেহেতু ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকছে এবং স্কুল-কলেজ জুন মাসের ১০ তারিখ পর্যন্ত বন্ধ রেখে দিয়েছি, এই কারণে, গরমের ছুটিতে একসঙ্গে এডজাস্ট হয়ে যাবে৷ আর দু’একদিনের জন্যও স্কুল খোলা দরকার নেই৷
আজ করোনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী।বাজার খোলা নিয়েও আজ তিনি নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, বাজার খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বেকারি খোলা হবে।তিনি আজ মিড ডে মিল নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে,এপ্রিল মাসের মত মে মাসেও যাতে স্কুলের ছেলে মেয়েরা মিড ডে মিল পাই সেই দিকে নজর দিতে হবে।
তিনি বলেন,এপ্রিলের শেষে মিড ডে মিলের চাল-আলু-ডিম দিয়ে দেওয়া হবে। পুলিশ ও স্বাস্থ্য দফতরের লোকেরা গেলে র্যানডাম পরীক্ষা করা হবে। তারা গেলে সহযোগিতা করবেন।
[PENSION] নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি ,অবশ্যই এই কাজ গুলো করতে হবে
{READ MORE:–WB Employee will get May month Salary in the appropriate time}
{READ MORE:–মে মাসে স্কুলে ২ কেজি করে চাল ও আলু বিতরণ : মুখ্যমন্ত্রী}